শ্রমিকদের কর্মসংস্থান করতে কাজ করবে আরএসএস: ভাগবত
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: শ্রমিকদের কর্মসংস্থান তৈরি করতে স্বয়ংসেবকদের করোনাকালে আরও কাজ করতে হবে। সাফ জানিয়ে দিলেন সঙ্ঘপ্রধান মোহন ভগবত। পাশাপাশি মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
করোনাকালে স্বয়ংসেবকদের কর্মসুচী কি হবে? তা ঠিক করতে দুদিনের লখনউ সফরে গিয়েছিলেন সংঘপ্রধান মোহন ভগবত। সেখানে কর্মসুচী স্থির করে দিলেন তিনি।
এদিন সঙ্ঘপ্রধান আরও বলেন, শ্রমিক এবং কৃষকদের আত্মনির্ভর করে তুলতে স্বয়ংসেবকরা অনেক কাজ করছেন। তবে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে আরও কাজ তাদেরকে করতে হবে।
এই কর্মসুচী অনুযায়ী শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক এবং বুদ্ধিজীবীদের কাছে উপস্থিত হওয়ার কথা বলেন তিনি।
সূত্রের খবর, আগামী ২১ বিধানসভা নির্বাচনে স্বয়ংসেবকদের আরও চাঙ্গা করতে রাজ্যে আসছেন মোহন ভগবত।
২২ সেপ্টেম্বর কলকাতায় আসবেন তিনি। ২৩ এবং ২৪ সেপ্টেম্বর সংঘের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
তবে বিজেপি নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন কিনা তা এখনও জানা যায়নি।
রাজনৈতিক মহলের মতে, ২১ এর বিধানসভায় তৃণমূল সরকারকে পরাজিত করার ব্লু প্রিন্ট নিয়ে উপস্থিত হবেন সঙ্ঘপ্রধান।