খুলে গেল সবার জন্য মেট্রো, চেনা সতর্কতার ছবি সর্বত্রই
দ্য কোয়ারি ডেস্ক: আজ থেকে কলকাতায় চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। সুদীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে মেট্রো। সারা দেশের বড় শহরে ৭ সেপ্টেম্বর থেকেই মেট্রো চালু হলেও বাংলায় আজ থেকে সাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু হচ্ছে।
এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী জানান, নোয়াপাড়া ও কবি সুভাষের মধ্যে ১১০টি মেট্রো চলবে।
একমাত্র রবিবার এই পরিষেবা চলবে। ‘নোয়াপাড়া ও কবি সুভাষ স্টেশনের মাঝে প্রতিদিন ৫৫ জোড়া মেট্রো রেল চলবে। রবিবার দিন রেকের ও স্টেশনের স্যানিটাইজেশনের জন্য মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেট্রো পরিষেবা মিলবে’, জানান তিনি।
এছাড়া ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো পরিষেবাও আজ থেকেই চালু হচ্ছে। সেখানে পরিষেবা সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭.৪০ পর্যন্ত এই পরিষেবা মিলবে। সেই লাইনে মোট ৩৬টি রেক চলবে। এই প্রসঙ্গে রেলমন্ত্রী পীযুষ গোয়েল ট্যুইট করে লেখেন, ‘কলকাতা মেট্রো ফের চালু হচ্ছে। সুরক্ষিত পরিষেবার জন্য সকলকে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করছি।’
নোয়াপাড়া ও কবি সুভাষের মধ্যে অফিস টাইমে ১০ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা মিলবে। প্রতি স্টেশনে মেট্রো ৩০ সেকেন্ড করে দাঁড়াবে।
আগে এই স্টপেজ টাইম ২০ সেকেন্ড করে ছিল। মেট্রো স্টেশনে ঢোকার জন্য সকলকে ই-পাস দেখাতে হবে। এই ই-পাস পথদিশা মোবাইল এপ্লিকেশন থেকে পাওয়া যাবে।
কেবলমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করেই মেট্রোয় সফর করা যাবে। একেকটি থেকে উঠতে দেওয়া হবে মাত্র ৪০০ জন কে। মোটের উপর আজ নিরাপত্তা বিধি মাথায় রেখেই নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত ছুটছে মেট্রো।