আইপিএল ২০২০ঃ হট ফেবারিট চেন্নাইয়ের অন্দরমহল
শুভজিৎ চক্রবর্তী
১২ আইপিএলের ১০ টিতে খেলে খেলে ১০ বার প্লে অফে জায়গা করে নেওয়া। তিন বার চ্যাম্পিয়ন দল এবারেও হট ফেবারিট। তবে কমপ্যারেটিভ ক্রিকেটে বহু প্লেয়ারের ধারবাহিকতা না থাকার কারণে লড়াইটা একটু কঠিন হবে ধোনি শিবিরের জন্য।
সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন স্কিপার মহেন্দ্র সিং ধোনি। ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের পর ২০২০ এর আইপিএলে প্রত্যাবর্তন ক্যাপ্টেন কুলের। সঙ্গে রয়েছেন ধোনির দীর্ঘ সময়ের সতীর্থ সুরেশ রায়না। এবারের আইপিএল জয় বেশ চ্যালেঞ্জিং টিম ইয়োলোর জন্য।
এবার আসা যাক দলের কথায়। ওয়াটসন, ধোনি, ফ্যাফ ডু প্লেসিস, রায়না, জাডেজা, মুরলী বিজয়, হরভজন সিং, ব্র্যাভোর মতো অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি ঋতুরাজ গায়কোয়াড, এনগিডি, সাই কিশোরের মতো তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের উপস্থিতি দলকে চ্যাম্পিয়ন করার জন্য যথেষ্ট।
গত সিজনে ওয়াটসনের সঙ্গে ওপেনিংয়ে দেখা গিয়েছিল রায়ডুকে। কিন্তু এবার ওয়াটসন থাকলেও ওপেনিংয়ে গায়কোয়াডকে ব্যবহার করতে পারে চেন্নাই। সেক্ষেত্রে চার নম্বরে ব্যবহার করা যেতে পারে রায়ডুকে। প্রতি সিজনের মতোই এই সিজনেও তিন নম্বর স্থান রায়নার জন্য পাকা।
রায়ডুকে চার নম্বরে খেলানো হলে পাঁচ নম্বরে নামতে পারেন এমএস ধোনি। যদিও মরু প্রদেশের স্লো পিচের কথা মাথায় রেখে ধোনিকে আরও আগে খেলানো দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ছয় নম্বরে ব্র্যাভো, সাত নম্বরে জাডেজা এবং আট নম্বরে কেদর যাদবকে ব্যবহার করা যেতে পারে। শেষ মুহুর্তে ভরসামান খেলোয়াড় হিসাবে দীপক চাহারকে এগিয়ে রাখলেও। টি টোয়েন্টি ফর্ম্যাটে হরভজনকে এগিয়ে রাখছেন অনেকেই।
কম রান করেও ম্যাচ বের করে দেওয়ার ক্ষমতা রাখা চেন্নাইয়ের ভরসা দলের একাধিক অলরাউন্ডার। ব্র্যাভো, ওয়াটসন, জাডেজা, কেদর যাদব ছাড়াও মিচেল স্যান্টনারকে প্রথম একাদশে দেখা যেতে পারে। তবে স্লো পিচে লুঙ্গি এনগিডির মতো পেসার ধোনির জন্য অনেকটা স্বস্তিদায়ক হতে পারেন৷
যদিও চিরাচরিত ধারা বদলে শুরুতে স্পিন ব্যবহার করতে পারেন ক্যাপ্টেন কুল। সেক্ষেত্রে শুরুতে কোনও লেফট আর্ম স্পিনার ব্যবহার করা যেতে পারে। যদিও সেটা নির্ভর করবে বিপক্ষের ব্যাটসম্যানের ওপর।
পরিস্থিতি অনুযায়ী দলে বদল আনা হলে শার্দুল ঠাকুর এবং আর সাই কিশোরের ভাগ্য খুলতে পারে। সব মিলিয়ে এক ঝাঁক তারকায় ভরপুর চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ নির্বাচন করা একটু কঠিন।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/ipl-2020-how-much-is-kkr-made/
প্রতিবারেই আইপিএলে ধীর গতিতে শুরু করে পরবর্তীতে দ্রুত গতিতে প্রথম চারে ফিরতে দেখা যায় চেন্নাইকে। কিন্তু এবার করোনার কারণে আইপিএল আবুধাবীতে হওয়ায় টুর্নামেন্টের প্রথম থেকেই গতি আনতে হবে চেন্নাইকে।
কারণ প্রতিবারের মতো হট ফেবারিট হলেও লড়াইটা বেশ কঠিন হবে ধোনি এন্ড কোম্পানির জন্য। ২০২০ এর আইপিএল জয় ক্যাপ্টেন ধোনি এবং সুরেশ রায়নার জন্য হতে পারে বড়ো গিফট।