বাংলায় কংগ্রেস বিজেপির দোসর, অভিযোগ ডেরেকের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে কংগ্রেস বিজেপির দোসর। বৃহস্পতিবার এমন দাবি করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। এদিন জিএসটি ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল ৮টি বিরোধী দল। এর মূল উদ্যোক্তা ছিল তৃণমূল কংগ্রেস।

কিন্তু সে কর্মসূচিতে কংগ্রেসকে ডাকা হল না। উল্টে পশ্চিমবঙ্গে বিজেপি-র সঙ্গে কংগ্রেস হাত মিলিয়ে চলছে বলে অভিযোগ করেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার এই সাংসদ।

সোমেন মিত্রের প্রয়াণের পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে অধীর চৌধুরীকে বসাতেই দুই দলের মধ্যে দূরত্ব যে বাড়ছে একথা স্পষ্ট। রাজ্য রাজনীতিতে অধীর মমতা বিরোধী নেতা বলেই পরিচিত। তাই বাংলার তিক্ততার প্রভাব এবার পড়তে শুরু করল জাতীয় রাজনীতিতেও।

জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলির প্রাপ্য টাকা আটকে থাকার প্রতিবাদে মূলত তৃণমূলেরই উদ্যোগে এদিন সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে ধর্না দিয়েছে এসপি, টিআরএস, ডিএমকে, শিবসেনা, আরজেডি, এনসিপি। পোস্টার এবং খালি থালা হাতে নিয়ে ওই বিক্ষোভে কিন্তু কংগ্রেসকে ডাকা হয়নি।

রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক প্রথমে জানান, কংগ্রেসকে নিয়ে বিভিন্ন দলের কিছু সমস্যা রয়েছে। তাই তাদের ডাকা হয়নি। উদাহরণ হিসেবে তিনি মনে করিয়ে দেন, গত ২৬ অগস্ট সনিয়ার ডাকা বৈঠকে বিভিন্ন অ-বিজেপি দলকে ডাকা হয়নি।

পাশাপাশিই মন্তব্য করেন, কংগ্রেস ‘বড়দা’র মতো আচরণ করবে। আর অন্যান্য দল সেগুলো দিনের পর দিন মেনে নেবে, সেটা সম্ভব নয়! তার পরে ডেরেক আরও স্পষ্ট ভাবে জানান, কংগ্রেসকে সঙ্গে নিয়ে লড়তে তাঁদেরও যথেষ্ট আপত্তি রয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bagabazar-sarada-ma-house-open-to-all-at-mahalaya/

আপত্তি কোথায়? ডেরেক বলেন, ‘‘কংগ্রেস পশ্চিমবঙ্গে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে, বিজেপি-র সুবিধা করে দেবে আর আশা করবে সংসদে আমরা কংগ্রেসকে সঙ্গে নিয়ে কাজ করব? এটা হতে পারে না।’’

এরপর প্রত্যাশিত ভাবেই কড়া প্রতিক্রিয়া এসেছে কংগ্রেসের তরফে। অধীর এ দিন বলেন, ‘‘বিজেপি-র দালালিটা তৃণমূল করছে। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচন হল। কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দল সে নির্বাচনে বিজেপি-র মনোনীত প্রার্থীর বিরুদ্ধে লড়াই করল। তখন তৃণমূল বলল, আমরা নির্বাচনে নেই।’’

অধীর আরও মনে করিয়ে দিয়েছেন, নাগরিকত্ব আইন সংসদে পাশ হওয়ার সময়েও তৃণমূল ভোটাভুটিতে অংশ নেয়নি। ডেরেকের নামোচ্চারণ না করলেও অধীর বলেছেন, ‘‘যে পণ্ডিত ব্যক্তি আমাদের বিরুদ্ধে বিজেপি-র সঙ্গে হাত মেলানোর অভিযোগ তুলছেন, তাঁকে বলব আত্মসমীক্ষা করতে।

সম্পর্কিত পোস্ট