আইপিএল ২০২০ঃ কঠিন পরীক্ষার মুখে পাঞ্জাব

শুভজিৎ চক্রবর্তী

এই মুহুর্তে ক্রিকেট দুনিয়ার দামামা বেজে গিয়েছে। আইপিএল শুরু এখন সময়ের অপেক্ষা। জোর কদমে প্রস্তুত চালাচ্ছে সমস্ত দল। আবহাওয়ার পাশাপাশি ক্রিকেট উত্তাপ ক্রমশ উত্তেজনা বাড়িয়ে চলেছে।

বড়সড় অঘটন ঘটতে পারে এবারের আইপিএলে। আন্ডারডগ দলের জেতার সম্ভাবনা সব থেকে বেশী। সেই তালিকায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং কিংস ইলেভেন পাঞ্জাব।

একসময়ে ব্যাঙ্গালুরু টিমের বদল ঘটে নয়া পাঞ্জাবের হাল হকিকত জানবো আমরা আজ।

শুরুতেই আলোচনা করা দরকার ক্রিশ গেইলকে নিয়ে। কারণ, আইপিএলে বিগ হিটার ক্রিশ গেইলের জনপ্রিয়তা এখনও সব থেকে বেশী। যে কোনও মুহুর্তে ম্যাচ বদলের ক্ষমতা রয়েছে ক্যারিবিয়ান তারকার। তবে ১৪ টি ম্যাচে গেইলের ধারাবাহিকতা বজায় থাকবে কিনা অথবা গেইল ফিট থাকবেন কিনা সেই বিষয়েও সন্দেহ রয়েছে। সেক্ষেত্রে টিমকে বিকল্প ভাবনা নিয়েও এগোতে হবে।

এবারের আইপিএলে নজর থাকবে কিংস ইলেভেন পাঞ্জাবের স্কিপার কেএল রাহুলের দিকেও। আইপিএলের নিজের সেরাটা তুলে ধরা মানেই আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পাকা করতে পারবেন তরুণ তারকা।

একইসঙ্গে ক্যাপ্টেন্সিতে নিজের সেরাটা মেলে ধরতে পারলে ভারতীয় দলের দায়িত্বের জন্য নতুন মুখ হিসাবে উঠে আসতে পারেন তিনি।

এরপর ওয়ান ডাউনে মায়াঙ্ক আগরওয়ালের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে কাজে লাগাতে পারেন কোচ অনীল কুম্বলে। এরপর চার নম্বরে খেলতে পারেন নিকোলাস পুরান। দক্ষি ব্যাটসম্যান এবং উইকেট কিপারও।

পাঁচ নম্বরে সরফরাজ খান এবং পাঞ্জাব রঞ্জি দলের অধিনায়ক মনদীপ সিংয়ের মধ্যে কাকে ব্যবহার করবে দল সেটাও দেখার। মনদীপ শুধুমাত্র একজন সফল ব্যাটসম্যানই নয়, ভরসামান ফিল্ডারও।

সেইসঙ্গে টিম গেমে বিশ্বাসী মনদীপের পারফরম্যান্স গোটা টিমকে আরও এডভান্টেজ দিতে পারে। তবে শুধুমাত্র ব্যাটসম্যান হিসাবে অনেক এগিয়ে সরফরাজ।

এরপর গুরুত্বপূর্ণ জায়গায় ম্যাক্সওয়েলকে ব্যবহার করবে দল। কারণ আগের অনেক থেকে অনেক বেশী পরিপূর্ণ এখনের ম্যাক্সওয়েল। যে কোনও পরিস্থিতিতে নিজের মানিয়ে নিতে পারেন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/ipl-2020-dekhi-daredevil-fight/

দলে করুণ নায়ার, মুজিব উর রহমান এবং কৃষ্ণাপ্পা গৌতমের মধ্যে কে গৌতমের থাকার সম্ভাবনা বেশী। কারণ লেফট আর্ম স্পিন বোলারকে বেশী গুরুত্ব দেবেন স্কিপার কে এল রাহুল।

আসন্ন সিজনের জন্য ৮ কোটি টাকা দিয়ে শেলডন করটেলকে কিনেছে পাঞ্জাব। ফলে তাঁকেও কোথায় ব্যবহার করবে দল সেটাও দেখার। যদিও ক্রিশ জর্ডানকে এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

স্লো পিচে কারণ ডেথ বোলিংয়ের পাশাপশি জর্ডানের ব্যাটিংয়েও চোখ বন্ধ অওরে ভরসা করা যায়। বোলিংয়ে মহম্মদ শামির সঙ্গে ক্রিশ জর্ডনে আক্রমণ বিপক্ষকে মাত দেওয়ার জন্য যথেষ্ট।

তবে বোলিংয়ে ইশাল পোড়েল এবং রবি বিশনইকে ব্যবহার করবেন অনীল। ২০২০ এর আইপিএলে যে কোনও সময় যে কেউ জিতে এগিয়ে যেতে পারেন।

সেক্ষেত্রে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নজর দিতে হবে পাঞ্জাবকে। বিশেষ করে আপ এবং মিডল অর্ডারকে আরও শক্ত হতে হবে পাঞ্জাবকে।

সম্পর্কিত পোস্ট