ব্যাপক বিরোধিতা সত্ত্বেও সংসদে পাশ দুই বিল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  রবিবার সকাল থেকেই গরমাগরম ছিল সংসদ চত্ত্বর। বিলের বিরোধীতা করে ওয়েলে প্রবেশ করেন বিরোধী দলের সাংসদরা। অভিযোগ সংসদের সমস্ত নিয়ম লঙ্ঘন করা হচ্ছে।

যাতে না মানুষের কাছে সেই বার্তা পৌছয় সেই জন্য রাজ্যসভা টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ ডেরেকে ও ব্রায়েন। ডেপুটি চেয়ারম্যান হরিবংশির কাছে রুলবুক দেখান তিনি।

অন্যদিকে হরিয়ানায় রবিবার সকাল থেকে পথ অবরোধ করে বসে রয়েছেন কৃষকরা। ১৭ টি কৃষক সংগঠনের ডাকে অবরোধে সামিল হয়েছেন বহু মানুষ। বাড়তি সতর্কতা রয়েছে গোটা দিল্লি জুড়ে।

এদিন রাজ্যসভায় তিনটি বিল পাশ করান কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। এই বিলে চাষীদের আয় আগের তুলনায় বেড়ে যাবে বলে দাবী করেন তিনি। কিন্তু এই বিলের তীব্র বিরোধীতা করেন বিরোধীরা।

কয়েকদিন আগেই এই বিলের বিরোধীতা করে মোদি সরকারের কেবিনেট থেকে ইস্তফা দিয়েছে আকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদল।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/youth-facing-injustice-due-to-unemployment-poor-recruitment-for-covid19/

এদিন আকালি দলের রাজ্যসভার সাংসদ নরেশ গুজরাল বলেন, এই বিল সংশোধনের জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো হোক।

একই মন্তব্য শিবসেনারও। কোনও পরামর্শ ছাড়াই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের দিকে প্রশ্ন তুলে দিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব।

সম্পর্কিত পোস্ট