প্রথম দিনেই উত্তপ্ত বিধানসভা, মানিক সরকারের নেতৃত্বে ত্রিপুরার রাজপথে বিক্ষোভে বামেরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার একদিনের অধিবেশনে উত্তপ্ত ত্রিপুরা বিধানসভা। বিধানসভায় ওয়াক আউট করে একেবারে রাস্তায় এসে প্রতিবাদে নামলেন বামেরা।

সোমবার একদিনের অধিবেশন ছিল ত্রিপুরায়। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাণিক সরকারের নেতৃত্বে বিধানসভায় ওয়াক আউট করেন বাম বিধায়করা।

অভিযোগ, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আমলে রাজ্যের গণতন্ত্র ব্যবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। সেইসঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। এনিয়ে প্রশ্ন করলেই মুখবন্ধ করার চেষ্টা করছে সরকার।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-union-education-minister-has-assured-to-change-the-net-examination-schedule-in-pujo/

এদিন প্রায় এক কিলোমিটার হেঁটে প্রতিবাদ চালিয়ে যান বাম বিধায়করা। পাল্টা বিজেপির বক্তব্য, কোনও বক্তব্য না শুনে বিধানসভায় অশান্তি তৈরি করতে চাইছে বামেরা। সেইসঙ্গে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে বাম বিধায়করা।

সম্পর্কিত পোস্ট