মুর্শিদাবাদের যুবকদের জঙ্গি যোগ, রাজ্যপাল ডিজিকে তলব করায় ক্ষুব্ধ নবান্ন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিন দুই আগেই মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে ৬জন তালিবান জঙ্গি। কেরল থেকেও ধরা পড়েছে ৩জন। তাঁদেরও বাড়ি মুর্শিদাবাদ জেলায়। এদের জেরা করতেই রাজ্যে আরও কিছু জঙ্গির সন্ধান মিলতে পারে বলে মনে করছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ এনআইএ।
ঠিক এই রকম অবস্থায় রাজ্য পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলে তিন তিনটি ট্যুইট করার পাশাপাশি রাজ্য পুলিশের ডিজিকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। ২৬ সেপ্টেম্বরের মধ্যে ডিজিকে রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করতে বলা হয়েছে।
এই ঘটনার জেরেই এবার ক্ষুব্ধ রাজ্য সরকার। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। কথায় বলে দিনটা কেমন যাবে তা সকাল দেখেই মালুম হয়। এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। এদিন সকালেই রাজ্যপাল তিন তিনটি ট্যুইট করেন।
তাতে তিনি পুলিশ তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে লেখেন, পুলিশ শাসকদলের অঙ্গুলিহেলনে কাজ করছে। সে কারণেই বাছাই করে বিরোধী দলের সাংসদ, বিধায়ক, দলীয় কর্মীদের উপরই আক্রমণ হানা হচ্ছে। এ ধরনের অন্যায় মানা যায় না বলে অভিমত জানান তিনি।
এছাড়াও মুর্শিদাবাদ থেকে ছয়জন আলকায়দা জঙ্গি গ্রেফতারির প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশের ডিজিকে উটপাখির সঙ্গে তুলে করে খোঁচাও দেন তিনি।
এমনকী ট্যুইটে সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কটাক্ষও করেছেন রাজ্যের সাংবিধানিক। বাংলা অবৈধভাবে বোমা তৈরির আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলেও তোপ দাগেন তিনি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/leftists-protest-on-tripura-highway-led-by-manik-sarkar/
এরপরেই বেলার দিকে রাজ্য পুলিশের ডিজি’র কাছে চিঠি যায় আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে। এটাও জানানো হয় রাজ্যপাল তাঁর সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয় নিয়েই কথা বলবেন।
কিন্তু রাজ্যপালের এই ডিজিকে তলব ভালো চোখে দেখছে না নবান্ন। একে তো ট্যুইটে অনাহুত আক্রমণ, তারওপর ডিজিকে তলব। নবান্ন সূত্রে জানা গিয়েছে ডিজিকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে বলার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে।
যেহেতু রাজ্যের পুলিশ সরসরি রাজ্য সরকারের অধীনে থাকে ও এখন রাজ্যের পুলিশমন্ত্রী হিসাবে খোদ মুখ্যমন্ত্রী নিজে ওই দফতর দেখছেন তাই তাঁর অনুমতি ছাড়া ডিজি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন না। রাজ্যপাল ডাকলেও সেই ডাকে সাড়া দিতে গেলে রাজ্য সরকারকে তা জানিয়েই করতে হবে।
এখন এই বিষয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত যে নতুন করে বাঁধতে চলেছে সেটা আর অজানা নয়। এখন দেখার কথা ডিজি কী করেন!