তৃতীয়া থেকেই শুরু হবে প্রতিমা দর্শন, হবে না কোনো বিসর্জন কার্নিভালঃ মুখ্য়মন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মহালয়ায় অভয় দিয়েছিলেন, দুর্গাপুজো হচ্ছেই। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে পুজো কমিটি গুলোর সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তৃতীয়ার রাত থেকেই মণ্ডপে যেতে পারবেন উৎদসবপ্রেমীরা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কী কী বিধি মানতে হবে, তাও জানিয়ে দিয়েছেন তিনি। তবে এই বছর দুটি জিনিসে রাশ টেনেছেন মুখ্যমন্ত্রী। এক তো রেড রোডে পুজোর কার্নিভাল এবার হচ্ছে না সেই সঙ্গে পুজোর সময় কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান না করতেই পুজো কমিটিগুলিকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী দুর্গো‍ৎসবে ক্লাবগুলিকে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন। বলেছেন,

  • খোলামেলা মণ্ডপ করুন।
  • চারপাশটা খালি রাখুন।
  • বিশেষজ্ঞরাই এমনটা বলছেন, যাতে পুজোর পর সংক্রমণ আরও বেশি বেড়ে না যায়।
  • সাইড ঢাকতে হলে ছাদ খোলা রাখুন।
  • ছাদ ঢাকতে হলে চারপাশ খোলা রাখুন।
  • প্যান্ডেল এমনভাবে করতে হবে যাতে দর্শনার্থীদের শারীরিক দূরত্ব বজায় রাখা যায়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/shiv-sena-ashoke-sarkar-complain-against-governed-jagdeep-dhankar-in-west-bengal/

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন

  • মণ্ডপের ভিতরে যাতে ভিড় না হয় তার জন্য মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের আলাদা আলাদা দরজা রাখতে হবে।
  • প্রতিটি পুজো মণ্ডপে আগের বছরগুলির তুলনায় বেশি সংখ্যক ভলেন্টিয়ার রাখতে হবে।
  • ক্লাব কর্তাদের মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন পারলে এই ভলেন্টিয়ারদের ফেস শিল্ড দিতে।
  • প্রতিটি ক্লাবকে তাঁদের মণ্ডপের হাফ কিলোমিটারের আগে থেকে মাস্ক ও স্যানিটাইজার দিতে হবে।
  • এটা বাধ্যতামূলক ভাবে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • মাস্ক ছাড়া কার্যত মণ্ডপে কাউকে ঢুকতেই দেওয়া হবে না।
  • অঞ্জলি প্রসাদ বিতরণ ও সিঁদুর খেলার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী বিধি বেঁধে দিয়েছেন।
  • কয়েক দফায় অঞ্জলি ও সিঁদুর খেলার আয়োজন করতে হবে যাতে সবাই সুযোগ পান কিন্তু ভিড় না হয়।
  • অঞ্জলির ক্ষেত্রে যাতে শারিরীক দূরত্ব মানা যায় সেটা ক্লাব কর্তাদের দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী।
  • প্রয়োজনে আমজনতাকে বাড়ি থেকে ফুলবেলপাতা নিয়ে যেতে বলেছেন। ক্লাবগুলিকেও রাখতে বলেছেন।
  • বিসর্জনের ক্ষেত্রেও খুব অল্প লোক নিয়ে তা সারতে বলেছেন তিনি।
  • একই দিনে যাতে সব ঠাকুর বিসর্জন না হয় সেটাও দেখতে বলেছেন তিনি।
  • এই বিষয়ে প্রতিটি পুজো কমিটির সঙ্গে স্থানীয় থানাগুলির যাতে কো-অর্ডিনেশন ঠিকঠাক থাকে তা থানার এএসআইদের দেখতে বলেছেন।

এদিন অঞ্জলি, সিঁদুরখেলা ও প্রসাদ বিতরণের জন্য কি কি করতে হবে তাও বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,

  • অঞ্জলি, সিঁদুরখেলা ও প্রসাদ বিতরণের জন্য ক্ষেত্রে বিধি মানতে হবে।
  • মাইকে বা একাধিক ধাপে অঞ্জলি দেওয়ার প্রস্তাব দিয়েছেন মমতা।
  • তাঁর পরামর্শ, ফুল বেলপাতা বাড়ি থেকে আনতে পারেন।
  • প্রসাদ বিতরণের ক্ষেত্রেও মানতে হবে শারীরিক দূরত্বের নিয়ম।
  • মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন, এবার ভার্চুয়ালি পুরস্কার বিতরণ করা যেতে পারে।
  • দুটোর বেশি গাড়ি নিয়ে যেতে পারবে পুরস্কার বিতরণী সংস্থাগুলি।
  • একসঙ্গে একটা মণ্ডপে একাধিক পুরস্কার বিতরণী সংস্থার বিচারকরা যাবেন না।
  • সকাল ১০টা থেকে দুপুর ৩টের মধ্যে মণ্ডপে ঢুকতে পারবেন তাঁরা।

সম্পর্কিত পোস্ট