ড্রোনের মাধ্যমে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করছে চিন, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লাদাখ সীমান্তে চিন ভারতের মধ্যে উত্তেজনার পারদ বেড়ে চলেছে ক্রমশ। এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ড্রোনের মাধ্যমে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করছে চিন।

গোটা উপত্যকায় ভারতীয় বাহিনীকে চাপে ফেলতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে ঘুটি সাজাচ্ছে চিন।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের বেশ কিছু এলাকায় গুলি করে ড্রোনগুলিকে নষ্ট করেছে ভারতীয় বাহিনী। তাতে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়। বেশীরভাগ অস্ত্রের গায়ে চিনা ছাপ রয়েছে।

কিছুদিন আগেই টাইপ নাইনটি সেভেন এনএসআর রাইফেল উদ্ধার করেছে ভারতীয় সেনা। এই অস্ত্র নির্মাণের কাজ চিনকে দিয়েছে পাকিস্তান। তাই ভারতকে জব্দ করার জন্য দুই দেশ নতুন ছক কষছে তা বলার অবকাশ থাকে না।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/indias-sharp-attack-on-pakistan-in-the-un-arena/

পাকিস্তানী জঙ্গিদের রুখতে সর্বদা তৎপর ভারতীয় সেনাবাহিনী। শীতের প্রকোপ বাড়লেই জঙ্গিদের অনুপ্রবেশকরনের চেষ্টা শুরু করবে পাকিস্তান। তাই আগাম সতর্ক রয়েছে ভারতীয় সেনাবাহিনীও।

সূত্রের খবর, বেশ কিছু হেলিকপ্টার কিনতে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে ব্যবহার করা হয়েছে। গোটা ঘটনার মধ্যে কে বা কারা যুক্ত রয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছিলেন, প্রতিনিয়ত জম্মু-কাশ্মীরের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কিন্তু জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ প্রচেষ্টায় তা বানচাল হয়েছে প্রত্যেকবারই।

সম্পর্কিত পোস্ট