২১ এর লক্ষ্যে রবিবার ভার্চুয়াল বৈঠক তৃণমূলের, থাকবেন প্রশান্ত কিশোর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হাতে আর মাত্র কয়েক মাস । বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজল বলে। এর আগেই রবিবার দলীয় বিধায়কদের নিয়ে ফের রিভিউ বৈঠকে বসছে তৃণমূল কংগ্রেস। বিকেল চারটের সময় ভার্চুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। থাকবেন দলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। থাকবেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই বৈঠকে সব বিধায়কদের থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। এর আগে গত ২৫ জুলাই বিধায়কদের নিয়ে এই রিভিউ বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুমাস পরের রিভিউ বৈঠকে অবশ্য থাকছেন না তৃণমূল সুপ্রিমো।তবে, দলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

তৃণমূলের তরফে জানা গিয়েছে, এদিনের বৈঠকে বিধায়কদের কাছ থেকে জানাতে হবে গত ২ মাসে তাঁরা কী কী কাজ করেছেন। অর্থাৎ বিধানসভা উন্নয়নের কাজ থেকে শুরু করে, একই সঙ্গে তাঁদের জানাতে হবে করোনা কালে তাঁরা কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

আগামী দিনে নিজ নিজ বিধানসভা উন্নয়নের জন্য কোন কোন পরিকল্পনা রয়েছে। তাঁদের মতামত শুনে প্রত্যেক বিধায়ককে পরের বছর নির্বাচনের জন্যও নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হবে বলেও জানা যাচ্ছে।

বেশ কিছু বিধায়ক ও মন্ত্রীকে দলের তরফে বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর। এক্ষেত্রে ওই বিধায়কদের তাঁর নিজ বিধানসভা কেন্দ্র ছাড়া আরও ১-২টি বিধানসভা কেন্দ্রের বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে। মন্ত্রীদের দেওয়া হতে পারে মহকুমা বা জেলার দায়িত্ব।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/central-governement-has-been-caught-red-handed-near-his-own-company-wb-finanace-minister-amit-mitra-specks-about-gst/

তৃণমূল সূত্রের খবর, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল যে সব বিধানসভায় ভালো লিড ধরে রাখতে সক্ষম হয়েছে তাঁদের পুরষ্কার হিসাবে বাড়তি দায়িত্ব চাপতে চলেছে দক। যে সব জেলায় তৃণমূল ভালো ফল করেনি সেখানে রাজ্যেরই কিছু মন্ত্রীকে বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে ড্যামেজ কন্ট্রোলের জন্য।

একইসঙ্গে পাহাড় থেকে জঙ্গলমহল যে সব বিধানসভা কেন্দ্রে তৃণমূল পিছিয়ে পড়েছিল সেখানেও বাড়তি নজর দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

বৈঠকে বাড়তি গুরুত্ব পেতে চলেছে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের বিষয়টি। লোকসভায় তৃণমূল বেশ কিছু আসন হারিয়েছিল বিজেপির কাছে। ১৩৭টি বিধানসভা কেন্দ্রে বড় ব্যবধানে লিড তুলেছিল গেরুয়া শিবির। সেই সব আসনের মধ্যে খড়গপুর, করিমপুর, কালিয়াগঞ্জ ও ফালাকাটা আসনও ছিল।

কিন্তু লোকসভা নির্বাচনের ৬ মাস পরে হওয়া উপনির্বাচনে খড়গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জে বড় ব্যবধানে জয়ী হয় তৃণমূল। মুখ থুবড়ে পড়ে গেরুয়া শিবির। এবার ফালাকাটায় হতে চলেছে উপ-নির্বাচন। সেখানেও যাতে বিজেপিকে মাত দেওয়া যায় সেই নিয়ে রবিবারের বৈঠকে বাড়তি আলোচনা হলেও হতে পারে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট