নির্বাচনের আগে বড় চমক, রাজনীতিতে যোগ গুপ্তেশ্বর পান্ডের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে মুখ্য নির্বাচন কমিশন। আর মাত্র হাতেগোনা একমাস বাকি। এরই মধ্যে নীতিশ কুমারের দলে যোগ দিলেন প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে।

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল গুপ্তেশ্বর পান্ডের রাজনীতির ময়দানে অংশগ্রহণ নিয়ে। রবিবার সেই অপেক্ষার অবসান হল। নীতিশ কুমারের বাসভবনে যোগ দিলেন বিহারের প্রাক্তন পুলিশ প্রধান।

স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এদিন গুটি কয়েক জেডিইউ কর্মী উপস্থিত ছিলেন। তার মধ্যে ছিলেন বিধানসভার স্পিকার বিজয় সিং, কার্যকরী সভাপতি অশোক চৌধুরী এবং লোকসভার দলনেতা লালন সিং।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/sukhbir-singh-badal-explosive-after-leaving-the-alliance/

শনিবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করেন গুপ্তেশ্বর পান্ডে। যদিও সেদিন রাজনীতিতে যোগাদানের কথা উড়িয়ে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ধন্যবাদ জ্ঞাপনের জন্য দেখা করতে যান তিনি। আমি বহুদিন নীতিশ কুমারের সঙ্গে কাজ করেছি।

এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে কটাক্ষ করে মন্তব্য করেন গুপ্তেশ্বর। তখন থেকেই সংবাদের শিরোনামে ছিলেন তিনি। সেবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ডিফেন্ড করার জন্য রিয়া চক্রবর্তীর ‘অউকাত’ নিয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন ডিজিপি।

সম্পর্কিত পোস্ট