হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে আক্রান্ত রাহুল গান্ধী, দেশ জুড়ে প্রতিবাদে সামিল কংগ্রেস সমর্থকরা
এদ্য কোয়ারি ডেস্ক: বৃহস্পতিবার হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে রওনা দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধী।
হাথরাস থেকে প্রায় ১৪২ কিলোমিটার দুরে দিল্লি নয়ডা বর্ডারের যমুনা এক্সপ্রেসওয়েতে আটকে দেওয়া হয় রাহুল গান্ধীর কনভয়। এরপর গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে হাথরাসের উদ্দেশ্যে রওনা দেন কংগ্রেস নেতৃত্ব।
কিছুদুর যাওয়ার পরেই তাঁদের পথ আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মাটিতে পড়ে যান রাহুল।
অভিযোগ, রাহুলকে রাস্তায় ফেলে দিয়ে লাঠিচার্জ করে পুলিশ। এই দেশে নরেন্দ্র মোদি ছাড়া পায়ে হাঁটার অধিকার কারোর নেই? প্রশ্ন তোলেন রাহুল। রাহুলকে গ্রেফতার করলে শুরু হয় কথোপকথন।
কি কারণে কত ধারায় গ্রেফতার করা হল তা জানতে চান কংগ্রেস সাংসদ। পাল্টা পুলিশের তরফে জানানো হয়, ১৮৮ ধারায় তাঁকে গ্রেফতার করতে চায় পুলিশ।
রাহুল গান্ধী বলেন, তিনি একা হাথরাস যাবেন পায়ে হেঁটে। পরে ডিটেইন করে রাখা হয় তাঁকে৷
https://www.facebook.com/100646828120561/posts/204871544364755/
https://www.facebook.com/100646828120561/posts/204871487698094/
https://www.facebook.com/100646828120561/posts/204868791031697/
https://www.facebook.com/100646828120561/posts/204864094365500/
https://www.facebook.com/100646828120561/posts/204861924365717/
অন্যদিকে এই দিনই হাথরাসের ঘটনার প্রতিবাদে জমায়েত করে সমাজবাদী পার্টির নেতারা। সেখানেও পুলিশ তাঁদের আটকে দেয়। এমনকি সাংবাদিকদেরও প্রবেশে নিশেধাজ্ঞা জারি করা হয়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/cm-mamata-banerjee-protest-against-bjp-about-uttarpradesh-gang-rape/
উল্লেখ্য, মঙ্গলবার হাথরাসের এক ১৯ বছর বয়সী তরুণীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করায় গোটা দেশ যোগী সরকারের নিন্দায় ফেটে পড়ে। প্রশ্ন ওঠে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়েও।
https://www.facebook.com/100646828120561/posts/204942667690976/
https://www.facebook.com/100646828120561/posts/204920734359836/
https://www.facebook.com/100646828120561/posts/204915521027024/
https://www.facebook.com/100646828120561/posts/204915351027041/