পাহড়ের পর জঙ্গলমহলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। কিন্তু করোনা পরিস্থিতিতে জেলায় জেলায় উন্নয়নের কাজ থমকে। সেই কাজে গতি আনতে এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য ফের জেলা সফরে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাহাড় থেকে ফিরেই জঙ্গলমহলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের খবর, আগামী ৬-৭ অক্টোবর মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠক করবেন।
৬ অক্টোবর বিকাল ৪টা থেকে খড়গপুরে এবং ৭ অক্টোবর দুপুর ২টো থেকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলির পর্যালোচনা করবেন।
মঙ্গলবার খড়গপুরে প্রশাসনিক বৈঠক সেরে বিকেলে ঝাড়গ্রাম রাজবাড়িতে যাবেন মমতা। সেখানেই রাত্রিবাস করবেন বলে জানা গিয়েছে। পরের দিন ঝাড়গ্রামেই তাঁর প্রশাসনিক বৈঠক।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/left-congress-protests-over-heathras/
জানা গিয়েছে, উত্তরবঙ্গের মতো এ বারও সমস্ত বিভাগের কর্তাদের বৈঠক স্থলে আসতে নিষেধ করা হয়েছে। সামান্য কয়েকজন অফিসার থাকবেন। অন্যান্যদের ভিডিয়ো লিঙ্কের মাধ্যমে উপস্থিত থাকতে হবে।
জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সঙ্গে থাকবেন কৃষি, ভূমি, সেচ–সহ বেশ কয়েকটি দফতরের সচিব ও আধিকারিকরা।
মুখ্যমন্ত্রী ওই বৈঠকে বেশ কিছু উন্নয়নমূলক ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে। পাশাপাশি তিনি জনপ্রতিনিধিদের কাছ থেকে জেলায় সমস্যা–অসুবিধার ব্যাপারে, উন্নয়নের কাজের অগ্রগতির ব্যাপারে খোঁজ নেবেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সড়কপথেই জেলায় আসবেন মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতি এবং জঙ্গলমহলে মাওবাদীদের নতুন করে আনাগোনা শুরু হওয়ায় মুখ্যমন্ত্রীর সফরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করছে প্রশাসন।