টিটাগড়ে গুলিবিদ্ধ বিজেপি নেতা মনীশ শুক্লর মৃত্যু, রণক্ষেত্র এলাকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহাকুমার টিটাগড়ে ভরসন্ধ্যায় বিজেপির পার্টি অফিসের সামনে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয় বিজেপি নেতা মনিশ শুক্লা। দুষ্কৃতীদের ছোড়া মোট চারটে গুলি লাগে মনীশ শুক্লার।
সংকটজনক অবস্থায় প্রথমে ব্যারাকপুর বি এন বোস হাসপাতাল পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় মনিশ শুক্লার।
খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় টিটাগর জুড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। মনীশ শুক্লা আগে তৃণমূল কংগ্রেস করতেন। লোকসভা নির্বাচনের পর তিনি বিজেপিতে যোগদান করেন। মনীশ শুক্লা রেলওয়ে বোর্ডের ব্যারাকপুর নাগরিক স্বাচ্ছন্দ্য দেখভালের দায়িত্বে ছিলেন।
২০২০ সাল থেকে টানা দু’বছর জন্য ডিভিশনাল ইউজারস কনসালটেটিভ কমিটির সদস্য নির্বাচিত হন। টিটাগর থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে শুট আউটের ঘটনায় উত্তপ্ত হয়েছে ওঠে টিটাগর। প্রতিবাদে অবরুদ্ধ বিটি রোড। উত্তেজনা প্রশমনে নামলো কমব্যাট ফোর্স।
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, তৃণমূলে থাকার সময়ে মণীশ শুক্ল যে গোষ্ঠীর বিরোধী ছিলেন তারাই হামলা চালিয়েছে। যদিও শাসকদলের বক্তব্য, যা ঘটেছে সবটাই বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। রাত পৌনে দশটা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
কাল ১২ ঘন্টার ব্যারাকপুর বনধের ডাক দিল বিজেপি। সিবিআই তদন্তের দাবি জানান কৈলাশ বিজয় বর্গী। আরো দুই বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে খবর তারা প্রত্যেকেই মনীশ শুক্লার লোক।