বেকার যুবক-যুবতীদের রঙিন মাছ চাষের মাধ্যমে স্বনির্ভর করে তুলতে উদ্যোগী রাজ্য সরকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গ্রামের বেকার যুবক, যুবতীরা রঙিন মাছ চাষ করে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। এমনিতে সাধারণ মাছ চাষের থেকে রঙিন মাছ চাষের লাভের পরিমাণ অনেক বেশি।
তাই সরকারের তরফ থেকে বেকার যুবক যুবতীদের রঙিন মাছ চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও অর্থের সংস্থান করতেও সাহায্য করবে রাজ্য সরকার। যুবক-যুবতীরা জাতের মাছ চাষের ক্ষেত্রে ব্যাংক ঋণ পেতে পারে তার জন্য সরকারের তরফ থেকে সাহায্য করা হবে।
বুধবার এ খবর জানিয়েছেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, রাজ্য সরকার এবং তার দফতর চাইছে রাজ্যের বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াতে। সেই কারণেই এই বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে।
প্রাথমিকভাবে এই উদ্যোগে ব্যাপক সাড়াও মিলেছে। তিনি আরও বলেন,রাজ্যের বিভিন্ন প্রান্তের সমবায় ব্যাঙ্কগুলি মৎস্যচাষিদের পর্যাপ্ত ঋণ দেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুযােগকে কাজে লাগিয়ে গ্রামাঞ্চলের বেকার যুবক-যুবতীদের রঙিন মাছ চাষ করে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সে কারণেই এই উদ্যোগ নিচ্ছে মৎস্য দফতর।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/auto-service-in-trouble-due-to-east-west-metro/
মন্ত্রীর কথায়, শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরেও এই রঙিন মাছের বিপুল চাহিদা রয়েছে। ব্যাঙ্ক-সহ নানা আর্থিক সংস্থা থেকে এই রঙিন মাছ চাষের জন্য ঋণ মিলবে। মাছ চাষ সংক্রান্ত ২০টি কেন্দ্রীয় সমিতি ও ১ হাজার ২০৬টি প্রাথমিক সমিতি মাছ উৎপাদনে নানারকম প্রকল্প গ্রহণ করেছে। রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিও এই প্রকল্পে ঋণ দিতে রাজি হয়েছে।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামােন্নয়ন দফতর সূত্রের খবর, তাদের দফতরের বিশেষজ্ঞরা গ্রামাঞ্চলে গিয়ে মৎস্যজীবীদের বৈজ্ঞানিক প্রশিক্ষণ দেবেন। রঙিন মাছ চাষেও বেকার যুবক-যুবতীদের আধুনিক ও বৈজ্ঞানিক পন্থা সম্পর্কে প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে যােগাযােগ রেখেই এগােচ্ছে মৎস্য দফতর।
একই সঙ্গে এই উদ্যোগে যাতে বিদ্যুৎ দফতর থেকে ভর্তুকি পাওয়া যায় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। মৎস্য দফতরের তরফ থেকে দফায় দফায় বিদ্যুৎ দফতরের কর্তাদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে একটা দিশা নির্দেশ তৈরি করা হয়েছে।