কামদুনি কান্ড: ৭ বছর পরেও শাস্তি পেল না অভিযুক্তরা
দ্যা কোয়ারি ডেস্ক:উত্তরপ্রদেশের হাথরসের ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সাত বছর আগে কামদুনির ধর্ষণের ঘটনায় সেবারও উত্তাল হয়েছিল গোটা দেশ।
সেই ঘটনার বিচার প্রক্রিয়া চললেও দোষীদের চরম শাস্তি হয়নি আজও। তারই প্রতিবাদে আজ(বুধবার) কামদুনি মোড়ে শহীদ বেদীর সামনে প্রতিবাদ জানালো কামদুনি প্রতিবাদী মঞ্চের সদস্যরা।
প্রতিবাদী মানুষের অন্য দুই সদস্য মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল ছাড়াও এদিন নির্যাতিতার দুই ভাই এবং বাম নেতারা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠনের পক্ষে এদিন প্রতিবাদ সভা হয়।
উত্তরপ্রদেশের হাথরস নিয়ে রাজ্য সরকার যখন প্রতিবাদ স্বরুপ রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী। তখন কামদুনি নিয়ে কেন চুপ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রশ্নও তোলেন প্রতিবাদী মঞ্চের সদস্যরা।
মৌসুমী কোয়াল বলেন সাত বছর পরও আজও সঠিক বিচার পাইনি আমরা। লোয়ার কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গেছেন অভিযুক্তরা। হাইকোর্টে বারবার এজলাস পরিবর্তন হলেও মামলার অগ্রগতি হচ্ছে না। আমরা চাই দ্রুত এই মামলার নিষ্পত্তি হোক।
একই কথা বললেন কামদুনির নির্যাতিতার দাদা সন্দীপ ঘোষ। তিনি বলেন রাজ্য সরকারের ওপর পূর্ণ আস্থা আছে। কিন্তু বিষয়টি নিয়ে নির্মিত রাজ্য সরকার। আমরা চাই সরকার দ্রুত পদক্ষেপ করুক এই ব্যাপারে, চরম শাস্তি পাক দোষীরা।
এদিন কামদুনি প্রতিবাদী মঞ্চে সামিল হয়েছিলেন শিক্ষক প্রদীপ চক্রবর্তী, কংগ্রেস নেতা সমীর আইচ, বাম নেতা রেখা গোস্বামী, রমলা চক্রবর্তী, কংগ্রেস নেতা শক্তি মিত্র সহ অনেকেই।