নির্বাচনে টিকিট না পাওয়ার প্রত্যাশা পুরণ করছেন চিরাগ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অনেক প্রত্যাশা নিয়ে মাঠে নেমে লড়াই করেছিলেন নেতারা। কিন্তু টিকিটের প্রত্যাশ্যা মেটাতে পারেনি দল। তাই চিরাগের ছাতার তলায় এসে টিকিট মিলছে বর্ষীয়ান নেতাদের৷

ইতিমধ্যে ৪২ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন চিরাগ। যার মধ্যে ৫ বিজেপি এবং জেডিইউ এমন রয়েছেন যাদের প্রত্যাশা ছিল নিজ নিজ দল থেকে টিকিট পাবেন। তা হয়নি। বরং আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে তাঁদেরকে সামনে রেখে লড়াই করতে চাইছেন চিরাগ।

৫ বিজেপি নেতার মধ্যে রয়েছেন রাজেন্দ্র সিং, রামেশ্বর চৌরাসিয়া এবং উশা বিদ্যার্থীর মতো প্রথম সারীর বিজেপি নেতৃত্ব। কিছুদিন আগেই বিজেপি ছেড়ে লজপাতে যোগদান করেছেন তিন বর্ষীয়ান নেতা-নেত্রী।

আসন্ন বিধানসভায় দিনারা থেকে প্রার্থী হচ্ছেন রাজেন্দ্র সিং, সাসারাম থেকে প্রার্থী হচ্ছেন দীনেশ চৌরাসিয়া এবং পালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন উশা বিদ্যার্থী।

পাশাপাশি ঝাঁঝার মতো গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র থেকে এবার এলজেপির টিকিটে লড়বেন রবীন্দ্র যাদব। গতবার অমরপুর বিধানসভা নির্বাচনে অমরপুর বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছিলেন মৃণাল শেখর।

এবার এলজেপির টিকিটে লড়াই করবেন তিনি। জেহনাবাদ বিধানসভা কেন্দ্রে এলজেপির হয়ে লড়াই করবেন ইন্দু দেবী কাশ্যপ।

৪২ জন প্রার্থী তালিকার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল জগদীশপুরের আসন। কারণ এবার ওই বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন ভগবান সিং খুশওয়াহা৷

৪২ জনের ঘোষিত প্রার্থী তালিকায় এসসি, ওবিসি এবং উচু জাতীর মধ্যে সমতা রেখেই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন চিরাগ। মুসলিম প্রার্থী রয়েছেন ইমাম গাজালি। লড়বেন শেখপুরা বিধানসভা কেন্দ্র থেকে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-late-union-minister-rambilas-paswan/

নির্বাচনের আগে থেকেই একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলকে কটাক্ষ করতে পিছপা হননি লজপা প্রধান চিরাগ পাসোয়ান। নির্বাচনের আসন বন্টন নিয়ে দুই পক্ষের সংঘাত চরমে পৌঁছায়। ভবিষ্যতের কথা মাথায় রেখেই রাজনৈতিক পদক্ষেপ বলে জানিয়েছেন চিরাগ।

জেডিইউকে ভোট দেওয়ার অর্থ বিহারের ক্ষতি করা। জানিয়েছেন তিনি। তাই তাঁর দলের বেশ কিছু বর্ষীয়ান নেতাকে নিজের দলের প্রার্থী করে বিহারের রাজনৈতিক সমীকরণ বদলাতে চাইছেন রামবিলাস পুত্র৷

সম্পর্কিত পোস্ট