পশুখাদ্য মামলায় অভিযুক্ত লালু প্রসাদ যাদবের জামিন মঞ্জুর করল ঝাড়খন্ড হাইকোর্ট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পশু খাদ্য মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লালু প্রসাদ যাদবের জামিন মঞ্জুর করল ঝাড়খন্ড হাইকোর্ট। যদিও দুমকা মামলায় অভিযুক্ত থাকার কারণে তাঁকে জেলে থাকার নির্দেশ দিয়েছে আদালত।
এদিন আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৫০ লক্ষ টাকা করে দুটি পার্সোনাল বন্ড এবং জামিনের জন্য ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার কথা ঘোষণা করে৷ এই মুহুর্তে রাঁচির বিরসা মুন্ড জেলে রয়েছেন তিনি।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন অবিভক্ত বিহারের চাঁইবাসা জেলার ৩৩.৬৭ কোটি টাকা আর্থিক প্রতারণায় নাম জড়ায় লালু প্রসাদ যাদবের। ২০১৮ সালের ২৪ জানুয়ারী সিবিআইয়ের স্পেশাল আদালতের নির্দেশে গ্রেফতার হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-nia-arrested-another-social-worker-in-the-bhima-koregaon-case/
আরও একটি মামলায় একই সঙ্গে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে গ্রেফতার করা হয়। দু’জনকেই ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ সহ পাঁচ বছরের কারাদন্ডের শাস্তি দেয় আদালত। এখনও অবধি এই ঘটনায় ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বেশ কিছুজন ছাড় পেয়েছেন।
বিহার নির্বাচনের আগে মহাজোটের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছিল, শুক্রবার আদালতের নির্দেশের পর নির্বাচনী ময়দানে আরজেডি খানিকটা ফ্রন্টফুটে ব্যাট করতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷