মোদি হ্য়ায় তো মুমকিন হ্য়ায় আউর নীতিশ হ্যায় তো সম্ভব হ্য়ায়ঃ জেপি নাড্ডা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মাথার ওপর নির্বাচনের মেঘ ঘনিয়ে এসেছে। পড়শি রাজ্যে নির্বাচনী উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। এরই মধ্যে বিহারে এনডিএ জোটের প্রচার শুরু হয়েছে। রবিবার বিহারের গয়াতে প্রচার শুরু করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

২০১৯ এর লোকসভা নির্বাচনে “মোদি হেয় তো মুমকিন হেয়” এর প্রচার চলেছিল তাতেই খানিকটা অংশ জুড়ে দিলেন গেরুয়া শিবিরের সভাপতি।

এদিন গয়ার প্রচারে জেপি নাড্ডা বলেন, ১৫ বছর ধরে বিহারে যে উন্নয়ন হয়েছে সেই দেখে বিহারের মানুষকে ভোট দেওয়ার আর্জি জানান। বিশেষ করে ২০১৪ এর পর মোদি সরকার কেন্দ্রে আসার পর বিহারের উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি।

যদিও এদিন এনডিএ শিবিরের অন্যতম শরিক লজপার সম্পর্কে সেরকম কিছু বলতে শোনা যায়নি জেপি নাড্ডাকে। বরং করোনাকালে নীতিশ কুমার বিহারের সুস্বাস্থ্য পরিষেবা এবং কঠিন আর্থিক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা কথা উল্লেখ করেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/kolkata-newmarket-at-new-normal-pujo-shopping/

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই একদিনের বিহার সফরে বের হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাটনায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি।

এদিন গয়াতে বিজেপি সভাপতির বক্তব্য শুধুমাত্র নির্বাচনী দাওয়াই নয়, দুপক্ষের জোটকে আরও শক্ত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট