কংগ্রেস থেকে ইস্তফা, বিজেপি তে যোগ দিলেন খুসবু সুন্দর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত একমাস ধরে জল্পনা ছিল গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী খুসবু সুন্দর। সেই ছাইচাপা আগুনেই এবার শিলমোহর দিলেন কংগ্রেস মুখপাত্র নিজেই।

বিজেপি সর্বভারতীয় বেশ কিছু বর্ষীয়ান নেতার উপস্থিতিতে দীন দয়াল উপাধ্যায় মার্গে যোগদান করলে তিনি।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দেওয়া চিঠিতে খুসবু জানিয়েছেন, বেশ কিছু নেতা তাঁকে কাজ করতে দেননি। তাই এই সিদ্ধান্ত নিলেন তিনি। তবে কংগ্রেসের মুখপাত্র পদের জন্য তাঁকে বেছে নেওয়ার জন্য সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

চিঠির শেষে খুসবু সাফ জানিয়েছেন, অনেক ভাবনাচিন্তার পর অবশেষে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
কংগ্রেস থেকে খুসবুর পদত্যাগ নির্বাচনের আগে তামিলনাড়ুর রাজনীতিতে পরিবর্তন আনতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

দল থেকে ইস্তফার পরেই সমস্ত পোস্টার থেকে খুসবুর ছবি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু কংগ্রেস কমিটি।
রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির যোগের সম্ভাবনা নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। ২০১৪ সাল থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-brave-playwright-stopped-the-indecency-and-handed-over-the-accused-to-the-police/

২০১০ এর মে মাসে ডিএমকে যোগদান করেন খুসবু। পরে এমকে স্ট্যালিনের সঙ্গে মতবিরোধের কারণে দল ছাড়েন। ২০১৪ সালের নভেম্বর থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন।

আগামী বছর তামিলনাড়ুর নির্বাচন। তাই এখন থেকে ঘুটি সাজাতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। এমত অবস্থায় খুসবুকে সামনে রেখে বাজিমাত করতেই কি বড়সড় পদক্ষেও নিতে চলেছে গেরুয়া শিবির? উঠছে প্রশ্ন।

সম্পর্কিত পোস্ট