হাথরাস কান্ডের ১ মাস পর তদন্ত শুরু করল সিবিআই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হাথরাস ঘটনার একমাস পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফের তদন্ত শুরু করল সিবিআই। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে নির্যাতিতার পরিবারের সদস্যরা।
গত মাসের ১৪ তারিখ হাথরাসে ২০ বছর বয়সী মহিলার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর মঙ্গলবার সেই বাজরার ক্ষেতে উপস্থিত হয় সিবিআইয়ের বিশেষ দল। এদিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন নির্যাতিতার মা।
তাঁকেও ঘটনাস্থলে নিয়ে গিয়ে বয়ান নেয় সিবিআই অফিসাররা। ডেপুটি এসপি সীমা পাহুজার নেতৃত্বে এদিন ঘটনাস্থলে উপস্থিত হন ফরেনসিক এবং উত্তরপ্রদেশ পুলিশের বেশ কিছু আধিকারিকগণ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-best-covid-conscious-pujo-in-public-awareness-will-get-an-interesting-gift-the-chief-minister-announced/
প্রসঙ্গত, গত মাসে হাথরাসে ২০ বছর বয়সী দলিত মহিলার মৃত্যু তদন্তে এসআইটি গঠন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার এফআইআর দায়ের হওয়ার পর ঘটনার তদন্তভার বর্তায় সিবিআইয়ের ওপর৷
Mother of #HathrasIncident's victim taken to hospital. She is being accompanied by two of her family members.
Hathras Chief Medical Officer visited the victim's residence after the victim's father who is also not well declined to go to hospital. https://t.co/dGQT4mwNjn pic.twitter.com/mUjoacpp4P
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 13, 2020
এফআইআরে গণধর্ষণ, খুন এবং হত্যার মামলার পাশাপাশি এসসি/এসটি আইন ধারা লাগু করা হয়৷ যা নিয়ে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়। সারা দেশজুড়ে যোগী সরকার এবং প্রশাসন ঘিরে একাধিক মন্তব্য করতে দেখা যায়৷
#HathrasIncident victim's brother brought to the incident site where Central Bureau of Investigation team is carrying out investigation. https://t.co/EZl911pXvV
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 13, 2020
রবিবার এলাহাবাদ হাইকোর্টে শুনানি চলাকালীন একাধিক প্রশ্ন ওঠে৷ কিভাবে রাতের অন্ধকারে পুলিশ নির্যাতিতার দেহ সৎকার করল তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। একই ইস্যুকে সামনে রেখে যোগী সরকারের বিরোধিতায় সরব হয়েছে বিরোধী পক্ষ৷