করোনা নিয়ে সচেতনতায় বালুরঘাটে উত্তমাশা পল্লির থিম ‘ করোনা ‘

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভয়ের কিছু নয়, আমরা সাবধানে চললে করোনা এমনিতে দূরে থাকবে। ঠিক এই ভাবনা নিয়েই এবার পুজোয় বালুরঘাট শহরের উত্তমাশা পল্লির থিম ‘করোনা’।

দক্ষিণ দিনাজপুর জেলার সদর এই শহরের বেশ কিছু ঐতিহ্যবাহী পুজোর মধ্যে এই ক্লাবের পুজো অন্যতম।

করোনা আবহে ৫৯ বছরে পদার্পণ করা এই ক্লাবের পুজো ভাবনা সাড়া ফেলেছে এবার।

রাজ্য সরকারের গাইড লাইন মেনে রয়েছে নতুন ভাবনা। যার মধ্যে অন্যতম রয়েছে প্রবেশ ও বাহিরের পৃথক দুটি গেট।

সেই গেটে অবিরাম থাকছে স্যানিটাইজ ব্যবস্থা। দু’জন ভলেন্টিয়ার থাকছে সেখানে। তারা অসচেতনদের মাস্ক পরিয়ে দেবে।

এরপরে একটি পাহাড়ের উপর শিবের জটা থেকে জল বয়ে নামার দৃশ্য তুলে ধরা হয়। গঙ্গা, যমুনা, সরস্বতীর প্রবাহিত সেই জলে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হচ্ছে।

এরপরেই মূল মন্ডপটি। সেটি করা হয়েছে করোনার জীবাণু আকৃতি বিশেষ। তার উপরে সিংহকে নিয়ে করোনাসুর বধের দৃশ্যে দেবী দূর্গা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/this-time-no-one-from-outside-will-be-able-to-enter-the-pujo-of-belur-math/

পাশের একটি স্কুল বিল্ডিংকে দেখানে হচ্ছে কোভিড হাসপাতাল হিসেবে। সেই হাসপাতালের গেটে কার্তিককে রাখা হয়েছে সোয়াব সংগ্রহকারী হিসেবে।

রোগী পরিষেবায় ডাক্তার ও গনেশ রয়েছে ডাক্তার ও নার্স হিসেবেই। সেখানে আশা কর্মী অবশ্য লক্ষ্মী।

পুরো ব্যপারটি এখানে মডেলের দ্বারা করা হলেও, রাজ্য সরকারের প্রচারমূলক বাউল গানগুলো অবশ্য চারজন শিল্পী দ্বারা চলবে সেই মন্ডপে।

উত্তমাশা ক্লাবের সভাপতি রঞ্জিত সাহা বলেন, ভিড় হলেও মন্ডপে গাদাগাদি থাকবে না। ভেতরে ঢোকার ব্যপার নেই, পুরোটাই বাইরে থেকে দেখবেন দর্শকরা।

করোনা নিয়ে রাজ্য সরকারের প্রচারগুলি সম্পূর্ণভাবে থাকবে আমাদের মন্ডপে। বাউল গানের মধ্যে দিয়ে তা তুলে ধরা হচ্ছে। করোনা নিয়ে অহেতুক আতঙ্ক না করে সাবধানে থাকতে হবে। সচেতনতা প্রচার করাটাই আমাদের পূজার প্রধান উদ্দেশ্য।

সম্পর্কিত পোস্ট