মেহেবুবা মুফতির মুক্তি, খুশির হাওয়া উপত্যকার রাজনীতিতে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১৪ মাস বন্দি থাকার পরে অবশেষে মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মুক্তির কথা টুইট করে জানান মুখ্যসচিব রোহিত কানসাল।

বেআইনিভাবে বন্দি রাখা হয়েছে মেহবুবা মুফতিকে। এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে হেভিয়াস কর্পাস জমা দেন মেহবুবা কন্যা ইলতিজা মুফতি।

গত মাসেই সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং জম্মু-কাশ্মীরের প্রশাসনের কাছে জানতে চান কতদিন বন্দি রাখা হবে মেহবুবা মুফতিকে? আদালতের কাছে ১৪ অক্টোবর অবধি সময় চেয়ে নেয় জম্মু-কাশ্মীর প্রশাসন৷

গত বছর ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয় জম্মু-কাশ্মীর প্রশাসন। ৪ অগাস্ট গ্রেফতার করা হয় মেহবুবা মুফতিকে।

এরপর মেহবুবা মুফতির ওপর পাবলিক সেফটি এক্ট লাগু করা হয়। জুলাই মাসে তার সময়সীমা ৩ মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়।

মায়ের মুক্তির খবর পেয়ে সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন মেয়ে ইলতিজা। মেহবুবা মুফতির মুক্তির খবরে টুইট করে স্বাগত জানিয়েছেন ওমর আবদুল্লাহ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/after-25-years-pujo-returned-to-calcutta-with-a-double-decker-bus/

গত বছর জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর একাধিক ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। বন্দি করা হয় মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে।

স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লার দাবী, এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের মন্তব্যের কারণেই দীর্ঘ সময় ধরে তাঁদেরকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

সম্পর্কিত পোস্ট