‘ভূতে ধরেছে’, মাথা ন্যাড়া করে অনবরত জল ঢালার নিদান গুনিনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলছি বটে আমরা। তা সত্ত্বেও আমাদের সমাজ এখনো কুসংস্কার মুক্ত হতে পারল না। ফের কুসংস্কারের কবলে এক কিশোরী। গুনিনের নিদানে দশম শ্রেণীর ওই কিশোরী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। সেই সঙ্গে বিপর্যস্ত পরিবারের সদস্যরা। অবিরাম কেঁদে চলেছেন কিশোরীর মা।

এমনই ঘটনার সাক্ষী এবার উত্তর ২৪ পরগণার দেগঙ্গা। ‘ভূতে’ ধরেছে এই সন্দেহে কিশোরীর মাথা ন্যাড়া করে অনবরত জল ঢালার নিদান দিলেন গুণিন। এর জেরে মানসিকভাবে তো বটেই এমনকি শারীরিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই কিশোরী।

সামাজিক সম্মানহানির ভয়ে কার্যত বাড়িতেই নিজেকে বন্দী করে রেখেছেন কুসংস্কারের শিকার দশম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে দেগঙ্গার সন্ধি পুকুর বাজার সংলগ্ন এলাকায়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/covid19-durgapujo2020-matching-masks-in-new-clothes-the-boys-are-not-lagging-behind-in-the-race-of-half-fashion/

খবর পেয়ে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের সদস্যরা বুধবার পৌঁছন ওই কিশোরীর বাড়িতে। ওই কিশোরীর বাড়িতে গিয়ে পরিবারকে বোঝান তাঁরা। বিজ্ঞান মঞ্চের সদস্যদের কাছে মায়ের আকুল আর্তি সন্তানকে সুস্থ করার। এদিন বিজ্ঞান মঞ্চের সদস্যরা পরিবারের পাশে থাকার সঙ্গে সঙ্গে কিশোরীর চিকিৎসার ব্যবস্থা করারও আশ্বাস দিলেন।

বিজ্ঞান মঞ্চের এক সদস্য প্রদীপ সরকার কারণে, ওই কিশোরী বয়ঃসন্ধিকালীন সমস্যায় ভুগছেন। যা এই বয়সের একটি খুব স্বাভাবিক ব্যাপার। আমরা চাই দ্রুত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠুক ও। আমরা ওর পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি।

সম্পর্কিত পোস্ট