সল্টলেকে বিজেপির পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এই প্রথমবার বাংলায় কোনও রাজনৈতিক দল দুর্গাপুজার আয়োজন করছে৷ বিজেপি আয়োজিত সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২২ শে অক্টোবর এই পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই প্রথমবার এরকম কোনও অনুষ্ঠান হতে চলেছে। যা ঘিরে গেরুয়া শিবিরে উত্তেজনা পারদ বাড়তে শুরু করেছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলায় রামনবমী অনুষ্ঠানে মাধ্যমে সংগঠনের পাশাপাশি ক্ষমতা প্রদর্শন করে বিজেপি৷

২১ এর নির্বাচনের আগে দুর্গাপুজোর মাধ্যমে বাংলার সংস্কৃতি এবং গরিমাকে রাজনৈতিক ময়দানে ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির। অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখেই বাজিমাত করতে চাইছেন নেতারা৷

গতবার সল্টলেকের বিজে ব্লকের দুর্গাপুজো অনুষ্ঠানের উদ্বোধন করেন অমিত শাহ। যা নিয়ে রাজ্য রাজনীতির উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করে।

এবারের দুর্গাপুজোর আগে বাংলায় আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দুর্গাপুজোর আগে বাংলায় থেকেই ঘুটি সাজানোর কথা ছিল চাণক্যের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ও বিহার নির্বাচন নিয়ে ব্যস্ত অমিত শাহের পরিবর্তে বাংলায় আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/shakes-his-head-and-pours-water-all-the-time-superstition-at-deganga-north-24-pgs/

সোমবার দু’দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই সফরে তিনি উত্তরবঙ্গে দলীয় সভা করবেন। জানা গিয়েছে, পুজো মিটলে নভেম্বরেই রাজ্যে আসবেন অমিত শাহ।

এমনিতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে রাজনীতির ময়দানে ব্যবহার করেন রাজনৈতিক নেতারা। ২০১১ সালের পর থেকে কলকাতার বহু পুজোর দায়িত্বে থাকেন তৃণমূলের শীর্ষ স্তরের একাধিক নেতৃত্ব। একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজেই।

এবছর বিজেপির পুজো রাজনৈতিক ময়দানে বিজেপিকে মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

সম্পর্কিত পোস্ট