আর্থিক বিপর্যয়, লক্ষ্মীবারে সেনসেক্স পড়ল ৯০০ পয়েন্ট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দশ দিন ধরে শেয়ার বাজারে সূচক উর্ধমূখী থাকার পর সেনসেক্স পড়ল ৯০০ পয়েন্ট। শেয়ার সূচক পড়েছে ২.২৬ শতাংশ। সেনসেক্স পৌঁছে গিয়েছে ৩৯৮৭৩.৪৩ এর ঘরে৷ নিফটি নেমে গিয়েছে ১১৭২৬.৩০ এর ঘরে৷
এর পিছনে দুটি কারণ দেখছেন অর্থনীতিবীদরা। প্রথমত সারা বিশ্বে কোভিড সংক্রমণ এবং অর্থনীতিকে চাঙ্গা করতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনও পদক্ষেপ না নেওয়ার কারণে অর্থনীতিতে ব্যাপক পরিমাণে সুচক নেমে গিয়েছে।
বৃহস্পতিবারে এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা, ভারতীয় এয়ারটেল, বাজাজ ফিনান্স এবং ইনফোসিসের শেয়ার কমেছে ২.৬০ থেকে ৩.৭৬ শতাংশ। পাশাপাশি টাটা স্টিল, জেএসডব্লু স্টিল, হিরো মোটোকর্পের শেয়ার বিক্রি হয়েছে ১.৫ থেকে ২.৫২ শতাংশ বেশী দামে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/sunbim-jute-mill-in-titagarh-closed-in-the-midst-of-labor-protests1500-workers-lost-their-job/
এদিন বিভিন্ন আইটি এবং আর্থিক সংস্থার কোম্পানির শেয়ারের দাম কমলেও, ব্যংকিং এবং অর্থিক পরিষেবা দাতা সংস্থাগুলির শেয়ারের দাম আগের থেকে বেড়েছে। এদিন ইনফোসিসের শেয়ার বিক্রি হয়েছে ১০৯৪.২০ টাকায়।
বেশ কিছু তথ্যপ্রযুক্তি সংস্থার দাবী গত ত্রৈমাসিকে তাঁরা ব্যপক পরিমাণে লাভ পেয়েছেন। বেশ কয়েকটি সংস্থার ত্রৈমাসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছেন অর্থনীতিবীদরা।
বৃহস্পতিবারে ব্যাপক আর্থিক বিপর্যয়ের পর শেয়ার বাজারের ছবি বদলাতে ওই সংস্থাগুলির রিপোর্ট জরুরী বলে মনে করছে অর্থনৈতিক মহল।