রাষ্ট্রপতি শাসন নিয়ে অমিত শাহকে বিঁধলেন অভিষেক

দ্যা কোয়ারি ডেস্ক: গত শনিবারই এক টিভি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে ৩৫৬ ধারা জারির সম্ভাবনা উস্কে দিয়েছিলেন। এরপরই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়।

এর মধ্যেই সোমবার অমিত শাহকে বিঁধলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ট্যুইট বার্তায় রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টিকে তিনি ‘বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যহত করার প্রচেষ্টা’ বলে অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, ভোটের কথা মাথায় রেখেই রাষ্ট্রপতি শাসনের ধুয়ো তোলা হচ্ছে।

ওই ট্যুইটবার্তায় ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ লিখেছেন, ‘আমনার এত সাহস যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করতে আপনি রাষ্ট্রপতি শাসন জারির হুমকি দিচ্ছেন। বাংলার মানুষ এই নাটক প্রত্যাখ্যান করবে।’

উল্লেখ্য, বিজেপির তরফে বারবার রাজ্য রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলা হয়েছে৷ সম্প্রতি বিজেপি নেতা-কর্মীদের খুন সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জোরদার করেছেন বাংলার বিজেপি নেতারা৷

বর্তমান পরিস্থিতিতে বিজেপি নেতাদের এই দাবি কতটা যুক্তিগ্রাহ্য তারই ব্যাখ্যা দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘বিরোধী রাজনৈতিক দল দাবি করতেই পারে। কিন্তু, রাষ্ট্রপতি শাসন কোনও রাজনৈতিক দলের নেতার দাবি মেনে হয় না৷

ভারতীয় সংবিধানে যে নিয়ম রয়েছে তা নিয়ম মেনেই একমাত্র রাষ্ট্রপতি শাসন জারি করা হয়৷ কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে আগে রাজ্যপালের রিপোর্ট দেখতে হবে৷ সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে হবে, তারপর রাষ্ট্রপতি শাসন জারি হয়। তবে, বাংলায় রাষ্ট্রপতি শাসনের মত ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে।’

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/every-puja-pandel-is-containment-zone-kolkata-highcourt/

রাজ্য সরকারকে নিশানা করে অমিত শাহ বলেন, ‘বাংলায় প্রত্যেক জেলায় শুধু বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে৷ দুর্নীতি চরমে৷ গোটা রাজ্যে পরিস্থিতি সাংঘাতিক খারাপ৷ যেভাবে বিপক্ষের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে, অন্য কোথাও এমন ঘটনা ঘটে না৷ তবু আমরা নিজেদের লড়াই থেকে পিছনে হটব না এবং ভোটে জয়ী হব৷’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের চরম বিরোধিতা করে ট্যুইটে তিনি লিখেছেন, ‘অদ্ভুত যে অমিত শাহ বাংলার বোমা ফ্যাক্টরিগুলির তথ্য খুঁজে পেয়েছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে তথ্যের প্রশ্নে বিজেপি সরকার পুরোপুরি নির্বিকার!’ তাঁর মতে সবটাই বিধানসভা ভোটের কারণেই। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। তার লক্ষ্যেই বাংলাকে বদনাম করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট