ডাক্তারি পড়ুয়াদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ডেস্ক : পুজো মুখে রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্যুইট বার্তায় তিনি জানিয়েছেন রাজ্যে বাড়ছে এমবিবিএসের আসন। এদিন তিনি লিখেছেন, পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম এমবিবিএস পড়ুয়াদের ব্যাচ শুরু হচ্ছে।
১০০ টি ডাক্তারির আসন নিয়ে শুরু হচ্ছে এই মেডিক্যাল কলেজ। একইসঙ্গে দুর্গাপুরের গৌরী দেবী মেডিক্যাল কলেজে আরও ১৫০টি এমবিবিএস আসন বাড়ানোর খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরও জানান, এই নিয়ে বাংলার মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য এমবিবিএস পড়ার আসনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/punjab-government-take-a-new-rule-against-agriculture-law/
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড হাসপাতালগুলিতে আরও নার্স নিযুক্ত করার নির্দেশ দেন।
সে ব্যাপারে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সংশ্লিষ্ট ফাইলে মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে মোট ২৪৭৫ জন নার্স নিযুক্ত হচ্ছেন।
আর এদিন এই করোনা পরিস্থিতিতে এমবিবিএস পড়ুয়াদের আরও আসন বাড়ায় নতুন করে আশা জাগল চিকিৎসক মহলে।