মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের ছুটি বাতিল, তবে কী মাধ্যমিক সঠিক সময়েই

দ্য কোয়ারি ডেস্ক: মধ্যশিক্ষা পর্ষদের কয়েকটি বিভাগের কর্মীদের পুজোর ছুটি বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ।

রাজ্য স্কুল শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে অন্তত এমনটাই খবর। জানা গিয়েছে, পর্ষদের প্রশ্নপত্র সংক্রান্ত বিভাগ-সহ কয়েকটি বিভাগের কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে।

বিশেষ করে যে সমস্ত কর্মীরা পরীক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে তাদের ছুটি বাতিল করা হয়েছে। আর সে কারণেই মাধ্যমিক পরীক্ষার সময়সীমা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এমনিতে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়। করোনা আবহে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই পিছনোর জল্পনা শুরু হয়েছে।

বিধানসভা ভোটের পর মাধ্যমিক হওয়ার সম্ভাবনার জল্পনা সম্প্রতি বাড়িয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। তবে পর্ষদের কর্মীদের পুজোর ছুটি বাতিলের হওয়ার পর জল্পনা বাড়ছে তাহলে কি ফেব্রুয়ারিতেই ২০২১-এর মাধ্যমিক হবে?

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর সম্প্রতি স্কুল শিক্ষা সচিবের তরফে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে ফেব্রুয়ারি ও মার্চ মাসেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি কার্যত নিয়ে রাখতে বলা হয়েছে।

যদিও এই বিষয় নিয়ে দুই বোর্ডের কোন আধিকারী কি মন্তব্য করতে রাজি নন। যদিও কতটা সিলেবাসের ওপর ২০২১ সালের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে ছাত্র-ছাত্রীদের জানানো যায়নি স্কুল শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদের তরফে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/covid-treatment-during-durgapujo-increase-bed-in-hospital/

তবে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাসও গত মার্চ মাস পর্যন্ত স্কুল হওয়ায় শেষ করা গেছে যা ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরকে জানিয়েছে পর্ষদ।

শুধু তাই নয়, আগামী বছর কতটা সিলেবাসের উপর মাধ্যমিক হতে পারে সে বিষয়ে এক প্রশ্নের রিপোর্ট জমা পড়েছে রাজ্য শিক্ষা দফতরের কাছে।

সিলেবাস কমিটি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফের জমা করা রিপোর্টে বলা হয়েছে ২০ থেকে ২৫ শতাংশ সিলেবাসও কাটছাঁট করা যেতে পারে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার জন্য।

সম্পর্কিত পোস্ট