বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বিনা চিকিৎসায় এসএসকেএম থেকে ফিরল ৬ বছরের শিশু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একের পর এক ওয়ার্ডে ঘুরেও কার্যত বিনা চিকিৎসায় এসএসকেএম থেকে ফিরতে হল ব্রেন টিউমারে আক্রান্ত ৬ বছরের শিশুকে। নাম সৌম্য বৈদ্য। বাড়ি দক্ষিণ শহরতলির সোনারপুর রাধাগোবিন্দ পল্লীতে।
কিছুদিন ধরেই সৌম্য মাথা যন্ত্রনায় ভুগছিল। কিন্তু লকডাউনের কারনে হাসপাতালে আসা হয়নি। কিন্তু লকডাউন বিধি শিথিল হতেই এক সপ্তাহ আগে শিশুটির মাথায় স্ক্যান করা হয়।
তখনই জানা যায় শিশুটি এই জটিল রোগে আক্রান্ত। তাই সৌম্যর পরিবারের সদস্যরা বুধবার তাকে এসএসকে এম হাসপাতালে নিয়ে আসে।
এরপর থেকে তাকে নিয়ে দিনভর একের পর এক ওয়ার্ডে ঘুরে বেড়াতে শুরু করে। একবার পাঠানো হয় নিউরো মেডিসিন বিভাগে। একবার রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয় হাসপাতালের বাইরে।
সেখান থেকে ছেলেটিকে শিশু বিভাগে নিয়ে যাওয়া হয়। এইভাবেই একের পর এক জায়গায় শিশুটিকে নিয়ে যাওয়া হলেও কোনও ফল হয়নি।
শেষ তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের লোকজন। ঘটনায় বৃহস্পতিবার পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ভাবেই তাদের সহযোগিতা করেনি। তাই বিনা চিকিৎসাতেই তাদের ফিরতে হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।