শীতলকুচিতে রাজনৈতিক সংঘর্ষে মৃত এক বিজেপি কর্মী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার সারা রাজ্যে ব্যাপক ফলাফল করেছে তৃণমূল। কিন্তু রাজনৈতিক সংঘর্ষের এজেরে এখনও কমছে না কোচবিহারের উত্তাপ।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি জেলার পুলিশ সুপার বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ তোলেন তিনি।
কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে এক বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ আদালতের পর্যবেক্ষণের রিপোর্ট প্রকাশ করা উচিত সংবাদমাধ্যমে’, মাদ্রাজ হাইকোর্টের মন্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব সুপ্রিম কোর্টের
জানা গিয়েছে, সোমবার সংঘর্ষ বাধে শীতলকুচির বুড়াপঞ্চার হাট এলাকায়। গুলিবিদ্ধ হন বিজেপি কর্মী মানিক মৈত্র। আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
মৃত বিজেপি কর্মী মানিক মৈত্র বুড়াপঞ্চার হাটের ছোট শালবাড়ী অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে। এলাকায় জারি সংঘর্ষ। পরিবারের দাবী, এলাকায় বাড়ি ভাঙচুর চলছিল তা দেখতে যাওয়ার সময়েই মানিক মৈত্রকে গুলি করা হয়।
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের তাণ্ডব চলছে বলে অভিযোগ করেন বিজেপি কনভেনার অভিজিৎ বর্মন।