মুকুল-কৈলাশে ভর করে আজই বিজেপিতে যোগ একঝাঁক টলি-তারকার, রয়েছেন প্রসেনজিৎ-মিঠুন !
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বর্তমানে রাজ্য রাজনীতিতে তারকা সমাবেশ নতুন মাত্রা যোগ করেছে। বিজেপি হোক বা তৃণমূল, টলিউডের তারকারা নিজেদের মতাদর্শ নিয়ে যোগ দিচ্ছেন যেকোনো একটি দলে।
এতদিন তৃণমূল ভবনে একের পর এক তারকা যোগ দিয়েছেন শাসক শিবিরে। আজ হেস্টিংসে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয় উপস্থিতিতে বিজেপিতে সামিল হচ্ছেন এক ঝাঁক তারকা। তবে সেই তালিকায় কারা রয়েছেন তা এখনো সঠিক করে জানা যায়নি।
উঠে আসছে টলিউডের অন্যতম অভিনেতা যশ দাশগুপ্তের নাম। ৪ ফেব্রুয়ারি বিজেপির সহ-সভাপতি মুকুল রায়ের সল্টলেকের ফ্ল্যাটে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন যশ। জল্পনা তৈরি হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়েও।
সরস্বতী পুজোর সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিলেন বিজেপি নেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়। প্রসেনজিতের হাতে তুলে দিয়েছেন তাঁর লেখা অমিত শাহকে নিয়ে একটি বই। শুধু প্রসেনজিতই নয় মিঠুন চক্রবর্তীর সঙ্গেও বিজেপির সঙ্গে পরিবারের যোগসুত্র উঠে এসেছে। সরস্বতী পুজোর দিনে মিঠুনের সঙ্গে দেখা করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
কিরণ বেদীর অপসারণ পুদুচেরির মানুষের জয়, দাবী মুখ্যমন্ত্রী নারায়ণস্বামীর
গেরুয়া শিবিরের প্রথম সারির এক নেতার কথায়, নতুন-পুরনো মিলিয়ে টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রীকে এবারের নির্বাচনে সামনে আনার চেষ্টা করছে বিজেপি।
শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয় ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রানী হালদার, মিঠুন চক্রবর্তী সহ আরো অনেকেই রয়েছেন সেই তালিকায়। দেবশ্রী রায়কে বিজেপিতে টানার চেষ্টা করেছিলেন নেতৃত্বরা। তবে শেষ পর্যন্ত শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর তীব্র বিরোধিতা থাকায় সেখানেই সেই চ্যাপ্টারের সমাপ্তি হয়।
জল্পনা তৈরী হয়েছিল সায়নী ঘোষকে নিয়েও। কারণ মঙ্গলবার মুকুল রায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন সায়নী। যদিও তিনি নিজে জানিয়েছেন এখনি তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। ভবিষ্যতে কী হবে তা এখনই বলা সম্ভব নয়।
বুধের বিকেলেই কার্যত পরিষ্কার হয়ে যাবে নতুন পুরনো মিলিয়ে ভারতীয় জনতা পার্টি পরিবারের সদস্য হলেন কোন কোন তারকা।