বিশ্বভারতী নিয়ে সিবিআইয়ের দাবিতে হাইকোর্টে মামলা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিশ্বভারতী কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

সোমবার মামলা দায়ের করেন জনৈক আইনজীবী রমা প্রসাদ সরকার। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

গত ১৭ আগস্ট পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বিশ্বভারতী এই ঘটনার পিছনে বহিরাগতদের হাত রয়েছে। অথচ এই ঘটনায় পুলিশ নীরব দর্শক। তাই পুলিশকে দিয়ে তদন্ত করা হয় তদন্তে কোন অগ্রগতি হবে না।

এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তেরচাই এদিন এই দাবি আদালতে করেছেন আইনজীবী। এদিন এর পাশাপাশি, গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা আছে সেখানেও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সিআইএসএফ নিয়োগ করার আবেদন জানানো হয়েছে।

প্রয়াত প্রদেশ সভাপতিকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করল কংগ্রেস

মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি ও জেলা সভাপতি অনুব্রত মন্ডলকেও পক্ষভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, কোরোনা পরিস্থিতিতে ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। সিদ্ধান্ত মতো শুরু হয় নির্মাণকাজও। যাকে কেন্দ্র করে মূলত রণক্ষেত্র চেহারা নেয় শান্তিনিকেতন।

শুধু বোলপুর নয় আশেপাশের গ্রাম গুলি থেকেও বহু মানুষ জমায়েত হয়। বিক্ষোভ দেখায় তারা। সোমাবার সেই বিক্ষোভের জল গড়াল হাইকোর্ট পর্যন্ত। এখন দেখার হাইকোর্ট সিবিআইয়ের দাবি আদৌ মেনে নেয় কিনা।

সম্পর্কিত পোস্ট