আলাপনের শোকজের জবাবে কেন্দ্রের কাছে জোড়া চিঠি
দ্য কোয়ারি ওয়েবডেস্ক : আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ নিয়ে জোড়া জবাব রাজ্য সরকারের। একটি জবাব দিচ্ছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। যেহেতু শোকজে মুখ্য সচিবের নাম উল্লেখ করা ছিল।
সে কারণেই এই জবাব দিচ্ছেন বর্তমান মুখ্যসচিব। একইভাবে শোকজের চিঠিতে ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি এখন আর রাজ্যের মুখ্যসচিব নন। তিনি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। এই অবস্থায় জবাব দিচ্ছেন তিনিও।
এদিন বিকেলের মধ্যেই সেই জবাবী চিঠি কেন্দ্রের কাছে পৌঁছে যাবে। প্রশ্ন হল কী লেখা থাকছে এই জবাবই চিঠিতে। নবান্নের তরফে যতটুকু জানা গিয়েছে তাতে চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বৈঠক ডাকার সময় যে চিঠি রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল তাতে কোথাও বিপর্যয় মোকাবিলা আইনের কথা উল্লেখ ছিল না। যে এই বিষয়ে বৈঠক ডাকা হচ্ছে।
বিপর্যয় মোকাবিলা আইনের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী এই বৈঠকটি ডাকছেন তা উল্লেখ করা হয়নি। এ তো গেল রাজ্যের বিষয়। এবার আলাপন বন্দ্যোপাধ্যায় এর জবাবে তিনি কেন মিটিং ছেড়ে বেরিয়ে এসেছিলেন। কেন প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন নি সে বিষয়ে জবাব দেবেন আলাপন নিজেই।
এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সফর সূচি ও মুখ্যমন্ত্রীর নির্দেশাবলীর কথা তিনি চিঠিতে উল্লেখ করবেন।
এদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের শোকজ নিয়ে আমলাদের একটা বড় অংশ এখনো এ কথাই বলছেন, আইনত কোনও শাস্তি আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিতে পারেনা কেন্দ্রীয় সরকার।
যেহেতু তিনি মুখ্যমন্ত্রীর আজ্ঞাবাহক কাজেই তাকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মান্য করতে হবে। এক্ষেত্রে সে কাজ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন আমলারা এও বলছেন, মুখ্যমন্ত্রী যখন বলেছেন আমি আলাপন বাবুকে নিয়ে বেরিয়ে যাচ্ছি।
তখন আর আলাদা করে মুখ্য সচিব হিসাবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের নতুন করে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন থাকে না। অতএব গোটা বিষয়টি যদি আদালত পর্যন্ত গড়ায় সেক্ষেত্রে আলাপনের বিরুদ্ধে কোনো অভিযোগ ধোপে টিকবে না।