মেডিকেল কলেজে আত্মহত্যার চেষ্টা করোনা আক্রান্ত রোগীর, উদ্ধার দমকলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মানসিক স্থিতিশীলতা না থাকায় এমনিতেই সমস্যায় ছিলেন, তার উপর আবার করোনা সংক্রমন, এমন একটা উভয় সংকটে শেষ পর্যন্ত জীবন শেষ করে ফেলার সিদ্ধান্ত নেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বছর ৫৫ র এক রোগী।
তবে সেই চেষ্টা ব্যর্থ হয় হাসপাতালের অন্যান্য রোগী ও কর্মীদের প্রচেষ্টায়। শেষে পুলিশ, দমকলের উদ্যোগে শেষে বহু কষ্টে ঘন্টা তিনেকের চেষ্টায় তাঁকে নামিয়ে আনা হয় নিরাপদে।
কি ঘটেছিল ? পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকাল ৭টা নাগাদ হাসপাতালের চারতলার জানলার কাঁচ ভাঙে ওই রোগী।
কাঁচ ভাঙার আওয়াজ পান হাসপাতালের কর্মীরা। তারাই দেখেন চারতলার কার্নিশে আত্মহত্যা করবেন বলে বসে আছেন ওই রোগী।
লকডাউনে অমানবিক কলকাতা, দুর্ঘটনায় আহত সন্তানকে নিয়ে হন্যে হয়ে ঘুরলেন অসহায় বাবা
ওই রোগী হাসপাতালে ভর্তি থাকাকালীন বেশ কিছু রোগীকে এর আগেও মারধর করেছেন। তার দিকে বাড়তি নজরদারি ছিলই। কিন্তু এদিন কোনও ভাবে আত্মহত্যা করার জন্য এই কান্ড ঘটান।
এদিকে এই দৃশ্য দেখার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয় পুলিশ এবং দমকলকে। এমন ঘটনা দেখে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়।
ভিড় জমে যায় ওই বিল্ডিং এর কাছে। এরপর দমকলের প্রায় ৩ ঘন্টার চেষ্টায় ওই রোগীকে বহুতলের কার্নিস থেকে নামিয়ে আনতে সক্ষম হয় পুলিশ ও দমকলের কর্মীরা। বড়োসড়ো অপ্রীতিকর ঘটনা এড়াতে পেরে স্বস্তি ফেরে হাসপাতাল কর্তৃপক্ষের।