রাতের মেচেদা লোকাল, ট্রাভেল ব্যাগ থেকে মিলল ক্ষতবিক্ষত দেহ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাঁর দেহ মিলেছে তাঁর বয়স বছর পঁয়ত্রিশের কাছাকাছি। ওই যুবকের পরনে ছিল সাদা জামা এবং ছাই ছাই রঙের ট্রাউজার্স। খালি পা।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লোকাল ট্রেনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ থেকে এক যুবকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করল রেল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দেহটি পাওয়া গিয়েছে আপ মেচেদা লোকালে। এখনও পর্যন্ত মৃতদেহটি শনাক্তকরণ সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।
রেল পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১০টা নাগাদ হাওড়া থেকে ৩৮৩১৩ আপ মেচেদা লোকাল স্টেশনে এসে পৌঁছয়। ট্রেনের যাত্রীরা নেমে গেলে রেকটি চলে যায় কার শেডে। ট্রেনের আবর্জনা পরিস্কার করতে গিয়ে ট্রেনের মধ্যে পড়ে থাকা ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সাফাই কর্মীদের।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম স্টেশন পরিদর্শনে বিজেপি সাংসদ কুনার হেমব্রম
তাঁরা ট্রাভেলব্যাগটি খুলতেই আঁতকে ওঠেন। ব্যাগের মধ্যে দুমড়ে-মুচড়ে রাখা একটি যুবকের দেহ। সঙ্গে সঙ্গে খবর যায় আরপিএফ ও জিআরপির কাছে। শরীরে আঘাতের চিহ্ন থাকলেও এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা সম্ভব হয়নি।
অন্যদিকে ট্রাভেল ব্যাগের ভেতর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মেচেদায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাঁর দেহ মিলেছে তাঁর বয়স বছর পঁয়ত্রিশের কাছাকাছি। ওই যুবকের পরনে ছিল সাদা জামা এবং ছাই ছাই রঙের ট্রাউজার্স। খালি পা। যুবকের পকেটে বা ব্যাগের মধ্যে এমন কিছু খুঁজে পাওয়া যায়নি যা দিয়ে তাঁকে শনাক্ত করা যায়।
পাঁশকুড়া জিআরপি দেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে রেলপুলিশ। এক তদন্তকারী আধিকারিক বলেন, ‘‘আমরা সমস্ত স্টেশনের সিসি ক্যামের ফুটেজ খতিয়ে দেখছি, কোন স্টেশন থেকে ওই ব্যাগটি তোলা হয়েছে তা জানার জন্য।”