কোভিড মোকাবিলায় সাহায্য চেয়ে কেন্দ্রকে চিঠি অধীরের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যকে টিকা এবং অক্সিজেন সহ সমস্ত রকমের সাহায্য করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

শনিবার সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সাংসদ বলেন, পশ্চিমবঙ্গের জন্য যাতে পর্যাপ্ত টিকা পাওয়া যায় তার জন্য কেন্দ্রের সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। কেন্দ্র সরকার যাতে রাজ্যের সরকারকে উদার হস্তে সহযোগিতা করে সেজন্য একজন জনপ্রতিনিধি হিসাবে এই চিঠি লেখেন তিনি।

কোভিড মোকাবিলায় সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে দু’বার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের চিঠিতে আরও দুটি বিষয় কংগ্রেস সাংসদ উল্লেখ করেছেন । এক, টিকা জন্য কেন্দ্র সরকারের তরফে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই টাকা কোথায় গেল? দুই, কোভিডের সময়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ২০ হাজার কোটি টাকা ব্যয়ের কি প্রয়োজন ছিল?

রাজ্যের নির্বাচনের পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই কাদা ছোঁড়াছুড়ি শুরু করেছে তৃণমূল এবং বিজেপি। রাজ্যের একাধিক জায়গায় হিংসার ঘটনার পর চার সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেবিষয়ে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্য, এই সময় দিল্লি থেকে কেন্দ্রীয় বাহিনী নয়, কোভিড বাহিনী পাঠানো উচিত। রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে বিজেপির উচিত রাজ্য সরকারকে সাহায্য করা।

রাজ্যের হিংসা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবিষয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি তোপ দেগে অধীরের মন্তব্য, দেশের প্রধানমন্ত্রী যদি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হন তাহলে তিনি রাজ্যপালের সঙ্গে কথা না বলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন কথা বলছেন না?

সম্পর্কিত পোস্ট