সুশান্তকে উৎসর্গ করে গান গাইলেন টিম ‘দিল বেচারা’

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ “জনম কব লেনা হেয়, মারনা কব হেয় ইয়ে হাম নাহি ডিসাইড কারতে হেয়। পার কেয়সে জিনা হেয় য়ো হাম ডিসাইড কার সাকতে হেয়।”

ট্রেলরের পর থেকে সুশান্তের এই লাইনগুলো এখনও জীবন্ত মনে হচ্ছিল। এক মুহুর্তের জন্যেও এখনও বিশ্বাস হচ্ছিল না একটা তরতাজা প্রাণ আমাদের মধ্যে নেই। ভারতেও অবাক লাগে।

অনেকটা সময় পার করে ফেলে যখন নতুন করে জীবনযুদ্ধ শুরু হয়েছে তখনও সুশান্তের প্রত্যেকটা ছবি তাঁকে জীবিত করে তুলছে।

“দিল বেচারা” ছিল সুশান্তের শেষ ছবি। ছবিটা আমাদের সকলের জন্য স্পেশাল৷ সেটাকে আরও স্পেশাল করে তুলতে তাকে উৎসর্গ করে এলবাম বের করল সকল শিল্পীরা।

লকডাউনের আড়ালে অবৈধভাবে মদের ঠেক ! “মাসোহারা দি পুলিশকে, আমার কেউ কিছু করতে পারবে না” বক্তব্য দোকান মালিকের

কোভিড-১৯ এর জেরে এই মুহুর্তে বিশ্বের একাধিক জায়গায় আটকে পড়েছেন শিল্পীরা। মনে হল তাদেরকে আজ একজোট করলেন সুশান্ত নিজেই।

সম্পর্কিত পোস্ট