Pakistan crisis :সংসদে অনাস্থার আগেই ইসলামাবাদে পাকিস্তানের যুযুধানদের শক্তি প্রদর্শন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাকিস্তানের রাজনৈতিক সমীকরণের দ্রুত পট পরিবর্তন ঘটেছে। বিরোধীদের অনাস্থায় প্রধানমন্ত্রী ইমরান খানের গদি টালমাটাল। আগামী কাল অর্থাৎ সোমবার পাকিস্তান সংসদে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি করতেই হবে ইমরানকে। তার আগে রবিবার সে দেশের সরকার ও বিরোধী পক্ষের শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে উঠতে চলেছে রাজধানী ইসলামাবাদ।

 

 

Kharagpur IIT protest:বিধানচন্দ্রের বদলে শ্যামাপ্রসাদ, হাসপাতালের নামকরণ নিয়ে খড়্গপুরে ছাত্র বিক্ষোভ

৩৪২ আসনের পাকিস্তান সংসদে চার শরিক দলকে নিয়ে ইমরান খানের সরকারের প্রতি সমর্থন ছিল ১৭৯ জন সাংসদের। কিন্তু তিন শরিক দল বেঁকে বসায় এবং ইমরানের নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রায় ২৫ জন সাংসদ বিরোধীদের দিকে চলে যাওয়ায় সংখ্যালঘু হয়ে পড়েছে সরকার। দলের বিদ্রোহী সাংসদদের ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ইমরান খান।

ক্ষুব্ধ শরিক দলগুলোও তাঁর ডাকে সাড়া দেয়নি। এইরকম অবস্থায় রবিবার ইসলামাবাদে মহামিছিলের ডাক দিয়েছে ইমরানের তেহরিক-ই-ইনসাফ। তাদের দাবি পাকিস্তানের ইতিহাসে সর্ববৃহৎ মিছিল হতে চলেছে এটি। সরকার বাঁচানোর বদলে পাকিস্তানকে রক্ষা করার স্লোগান তুলে ধরা হবে এই মিছিল থেকে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে ইমরানের সর্মথকরা ইসলামাবাদে পৌঁছে গিয়েছেন।

এদিকে শনিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে মুসলিম লিগ (নওয়াজ) ও সিন্ধ প্রদেশ থেকে পাকিস্তান পিপলস পার্টির সমর্থকদের মহামিছিল ইসলামাবাদের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। সেই মিছিলও রবিবার বিকেলের মধ্যেই রাজধানীতে পৌঁছে যাবে। সূত্রের খবর বিরোধী দলের মিছিলেও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে।

যা পরিস্থিতি তাতে রবিবার সংসদে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির সময় দেশের রাজধানীর মাটিতেও যুযুধান দু’পক্ষের সর্মথকরা ভিড় করে থাকবেন। সেই কারণে ইসলামাবাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট