১২ শয্যা বিশিষ্ট একটি কোয়ারেন্টাইন সেন্টার চালু নিমতায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার উত্তর দমদম পুরসভার ৪নং ওয়ার্ডের নিমতা ফতুল্লাপুরে স্বাস্থ্য কেন্দ্রে ১২ শয্যা বিশিষ্ট একটি কোয়ারেন্টাইন সেন্টার খোলা হল।

রবিবার সকালে নিমতা স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্রাচার্য। মন্ত্রী বলেন ভিন রাজ্যে কর্মরত অনেকেই বাড়িতে ফিরছেন। করোনা আতঙ্কের কারনে তাঁদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজন বোধ করলে তাঁদের এই কোয়ারেন্টাইন সেন্টারে রাখা যেতে পারে। চিকিৎসক নার্সরা পরিষেবা দেবেন বলে জানিয়েছেন মন্ত্রী।

আরও পড়ুনঃ আমিও মোমবাতি জ্বালাব

রবিবার নিমতা ফতুল্লাপুরে স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করে আউটডোরে চিকিৎসক নার্সদের সঙ্গে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।একই দিনে নিউ বারাকপুর ডা: বি সি রায় জেনারেল হাসপাতাল ও মাতৃসদনে ১০শয্যা বিশিষ্ট একটি কোয়ারেন্টাইন সেন্টার চালু করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্রাচার্য।

উপস্থিত ছিলেন নিউ বারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদার,পুরদলনেতা প্রবীর সাহা সহ বিশিষ্ট চিকিৎসকরা।

অন্যদিকে নিমতা ফতুল্লাপুরে স্বাস্থ্য কেন্দ্রে ১২ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বারাকপুর মহকুমাশাসকের প্রতিনিধি সমীরন বারিক, নিমতা থানার আইসি শিবু ঘোষ,উত্তর দমদম পুরসভার পুরপ্রধান সুবোধ চক্রবর্তী, উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরপারিষদ সদস্য বিধান বিশ্বাস, স্থানীয় জনপ্রতিনিধি সেখ নাজিমুদ্দিন, পৌরমাতা সুলতানা বানু সহ পুর হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকরা।

আইসোলেশনে আক্রান্তদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার সুবন্দোবস্ত থাকবে।

সম্পর্কিত পোস্ট