বিভিন্ন প্রকল্পের কাজে গতি আনতে ভবানি ভবনে বিশেষ সেল পূর্ত দফতরের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিভিন্ন নতুন প্রকল্পের বিস্তারিত প্রকল্প রিপোর্ট ডিপিআর তৈরির কাজে দফতর গুলিকে সহায়তা করতে রাজ্যের পূর্ত দফতর একটি বিশেষ সেল তৈরি করছে। নিজস্ব পরিকাঠামো না থাকার কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি বিপণন, উদ্যানপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, মৎস্যর মত রাজ্য সরকারি দফতররগুলিকে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করার জন্য বেসরকারি পরামর্শ দাতা সংস্থা কে নিয়োগ করতে হয়।
এখন পূর্ত দপ্তরের এই স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে সরকারকে আর এই কাজের জন্য বেসরকারি সংস্থাকে নিয়োগ করতে হবে না। ফলে প্রকল্পের খরচ কমানোর পাশাপাশি ডিপিআর তৈরিতে ভুলভ্রান্তি রোধ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। পূর্ত দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার- সদর এই সেল পরিচালনার দায়িত্বে থাকবেন।
Banga Bhaban : মোদীর বারাণসীতে মমতার বঙ্গভবন, লোকসভা নির্বাচনের আগে নয়া চাল তৃণমূলের
এ ছাড়াও বিভিন্ন পদমর্যাদার ইলেকট্রিকাল ও মেকানিকাল ইঞ্জিনিয়ার, সমীক্ষক, বাস্তুকার দের নিয়ে ২২ সদস্যের এই সেল গঠন করা হচ্ছে বলে পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে। ভবানী ভবনে এই সেলের দফতর তৈরি হবে। বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি লাগে সমীক্ষা নকশা এবং পরামর্শ দানের ব্যাপারে প্রযুক্তিগত বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে এই সেল সংশ্লিষ্ট দফতরকে পরামর্শ দেবে।
ভবানী ভবনে এই সেলের দফতর তৈরি হবে। বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি লাগে সমীক্ষা নকশা এবং পরামর্শ দানের ব্যাপারে প্রযুক্তিগত বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে এই সেল সংশ্লিষ্ট দফতরকে পরামর্শ দেবে।