নদী থেকে উদ্ধার চা শ্রমিকের মৃতদেহ, মাথায় আঘাতের চিহ্ন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জলপাইগুড়ি‌র ডেঙ্গুয়াঝাড় চা-বাগান এলাকায় রুকরুকা নদীর জলে ডুবে মৃত্যু হল এক চা-শ্রমিকের। মৃতের নাম আনন্দ ব্রাহ্মণ।বুধবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করে‌ পুলিশ।

বাগানে‌র শ্রমিকরা জানান, মঙ্গলবার দুপুরে রুকরুকা নদীর জলে স্নান করতে নামার পর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের ওই শ্রমিক।

এরপর সিভিল ডিফেন্সের কর্মীরা দীর্ঘ কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। বুধবার সকাল থেকে ফের নদীতে নেমে তল্লাশি শুরু হয়। শেষে উদ্ধার হয় মৃত‌দেহটি।

ছেলের দুটো কিডনিই নষ্ট, ছেলেকে বাঁচানোর লড়াইয়ে এগিয়ে এলেন মা

তাঁর মাথায় সন্দেহজনক আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয় বাসিন্দা‌দের অভিযোগ। চল্লিশ বছর বয়সী ওই চা- শ্রমিকের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ডেঙ্গুয়াঝাড় চা-বাগানে।

খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে মৃতদেহ‌টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে।

সম্পর্কিত পোস্ট