করোনা আবহে সম্প্রীতির অনন্য নজিরের দেখা মিলল উত্তর ২৪ পরগণার মাধবপুরে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”। মানুষের সংকটের সময়, বিপন্নতার সময় পরিত্রাণের পথের নির্দেশ দেয় মানুষ তাদের মানবিক উদ্যোগ দিয়ে।করোনার থাবায় বিশ্ব ও দেশের বিপর্যস্ত সময়েও প্রমান মিলল যে ঘরের কোনে আটকে থাকা মানুষকে উৎসবের সুবাস দেয় মানবিক উদ্যোগই।

ইদের প্রাক্কালে সেরকম ভাবেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল এক মানবিক উদ্যোগ। উত্তর চব্বিশ পরগনার মাধবপুরে একটি মানবিক সংগঠনের এমনই এক অভূতপূর্ব উদ্যোগ দিশা দেখালো সম্প্রীতি ও মানবকল্যানেj।

ইদের প্রাক্কালে মানুষের সংকটমোচনের পথ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ফুটে উঠল। সেখানে জড়িয়ে থাকল আত্মীয় সমাজ নামক মানবিক সংগঠন মা রামকৃষ্ণ সারদা মিশন। ইদের বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে হল শুভ সূচনা।

করোনাভাইরাস যখন সর্বব্যাপী নাশকতার থাবা বসাতে উদ্যত তখন এরকমই এক উদ্যোগ নিয়ে মানবিক সংগঠন আত্মীয় সমাজ একটি বার্তা বয়ে আনল। যার নির্যাস : প্রতিটি মানুষের আত্মীয় প্রত্যেক মানুষ। মারণ ব্যাধির বিরুদ্ধে সতর্কতাকে সঙ্গে নিয়ে মানুষ একতার ও মেলবন্ধনের বার্তা হয়ে উঠল উদ্ভাসিত।

শনিবার রমজানের তেইশ তম দিবসে আহ্বান করা হল উৎসবের প্রাক্কালের বস্ত্র বিতরণের। আর এক সপ্তাহ পরেই মুসলিমদের সব থেকে বড় উৎসব ইদ।

পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রথম ট্রেন ফিরল কোচবিহারে

লকডাউন এর ফলে ইদ কিভাবে কাটবে সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে। তারই মধ্যে মানবিক সংগঠনটি ১০০ বিপন্ন মানুষের হাতে তুলে দিলেন বস্ত্র।

তাদের বার্তা ভালোবাসার কাছে যুগে যুগে সব কিছুই হার মেনেছে। আত্মীয় সমাজের বিশ্বাস হার মানবে এই করোনা ভাইরাস। ইদের খুশিতে কোন বিপন্ন মানুষ যেন অখুশি না থাকে সেই ভালোবাসারই খাতিরে বিপন্ন মানুষের হাতে তুলে দেন বস্ত্র এবং খাদ্য সামগ্রী।

ভালোবাসাকে মূলধন করে সম্প্রীতির বন্ধনে সংকট মোচনে উৎসবের আহ্বান নতুন দিক নির্দেশ করল। করোনার বিরুদ্ধে সতর্ক থেকে ভালোবাসা ও সম্প্রীতিকে পাথেয় করে চলবে ব্যাধি ও বিভেদের বিরুদ্ধে লড়াই এমনই বার্তা দিল এদিনের  উদ্যোগ।

সম্পর্কিত পোস্ট