তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়াল সভা মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ, শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। করোনা আবহে প্রতিবছরের মতো এবছর ছাত্র সমাবেশ হচ্ছে না। তার বদলে এবার ভার্চুয়াল সমাবেশ অনু্ষ্ঠিত হবে। প্রধান বক্তা অবশ্যই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এবার প্রতিষ্ঠা দিবসে শুধু ভার্চুয়াল সভা নয়, পড়ুয়াদের স্বার্থে ধরণায় বসছে ছাত্র সংগঠন। এদিন দলের তরফে জানানো হয়েছে। এদিন তো ছাত্র সমাজের কী করনীয় সে বিষয়ে দিশা নির্দেশ করতে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা পিছোনের দাবিতে অবস্থানে বসছে ছাত্ররা। এদিন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, নিট জয়েন্ট পিছোনোর দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলন টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের দিন থেকেই শুরু হবে।
দলের ছাত্র সংগঠনকে উৎসাহিত করতে গান্ধিমূর্তির পাদদেশে এই এক ঘণ্টার অবস্থান থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
বর্ধমানে রাজনীতির রঙ বদলে বিজেপির ভরসা ‘রবিনহুড’ অঞ্জনে
উল্লেখ্য, বুধবার কংগ্রেস সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধি সহ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জয়েন্ট ও নিট নিয়ে দেশ জুড়ে আন্দোলনে নামার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ডাকের ২৪ ঘন্টাও কাটেনি।
এই নিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করল তৃণমূল ছাত্র পরিষদ। জয়েন্ট ও নিট পিছতে হবে এই দাবিতে গান্ধি মূর্তির পাদদেশে একঘণ্টার অবস্থান করবে তাঁরা।
উল্লেখ্য, এদিনই শেষ নয়, দলের তরফে জানা গিয়েছে, এর প্রতিবাদে আগামী দিনে কোনপথে আন্দোলন হবে সে বিষয়ে দিশানির্দেশ বাংলার মুখ্যমন্ত্রী ভার্চুয়াল সভা থেকে দিতে পারেন।
এদিকে একই বিষয়ে রাজ্যপালকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা অব্দুল মান্নান ও বাম পরিদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
জানা গিয়েছে, এই চিঠিতে কোভিড পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। আর এই পরিস্থিতিতে এটাই তাৎপর্যপূর্ণ বিষয়।
রাজ্য রাজনীতিতে ভিন্ন মতাদর্শের জায়গায় দাঁড়িয়েও ছাত্র-ছাত্রী স্বার্থে একাট জোটের ছবি দেখা যাচ্ছে। অদতে তা ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।