৪৮ ঘন্টা পর বনদফতরের জালে সাদা ডলফিন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টানা ৪৮ ঘন্টা পর স্থায়ী ঠিকানা পেতে চলেছে সাদা ডলফিন। ইচ্ছামতি নদীতে ৪৮ ঘন্টা থাকার পর এখন তার ঠিকানা হতে চলেছে বঙ্গোপসাগর। যদিও ৪৮ ঘন্টা ধরে অত্যাচার সহ্যের পর এখন কতটা সুস্থ রয়েছে এই বিরল প্রজাতির জীবটি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপ্সহি বন দফরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
শনিবার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার অন্তর্গত খোরগাছির কাছে ইছামতি নদীতে সাদা ডলফিনটি প্রথমে দেখতে পাওয়া যায়। বিরল প্রজাতির জীবটিকে দেখার জন্য ভিড় জমায় এলাকার বাসিন্দারা। মৎস্যজীবীদের একাংশের মতে, খাবারীর অনুসন্ধানে ভুলবশত নদীতে প্রবেশ করেছে ডলফিনটি।
আরও পড়ুনঃ Anantnag Town Under Massive Raids for Sale of Illicit Smoking.
বন দফতরকে খবর দেওয়া হলে, ডলফিনটিকে নজর রাখতে বলা হয়। সোমবার সকালে বাদুড়িয়ার পলতা ঘাটের কাছে তার খোঁজ মেলে। ডলফিনটিকে ধরতে রীতিমতো হিমশিম খায় মৎস্যজীবীরা। প্রায় ৪৮ ঘন্টা পর জালে ধরা দেয়।
ডলফিনটির ওপর যেভাবে অত্যাচার করা হয়েছিল, তাতে ডলফিনটি সুস্থ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলে অনেকেই। যদিও ডলফিনটি সম্পুর্ণ সুস্থ রয়েছে বলে জানায় বন দফতর। ঝড়খালির ফরেস্টের পর ডলফিনটিকে সাগরে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর।