রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা যাচ্ছে না ? সাহায্য করবে খাদ্য দপ্তর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা যাচ্ছে না, তাঁদের সাহায্য করবে খাদ্য দপ্তর। মঙ্গলবার সব জেলাশাসকদের এই নির্দেশ দিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদি।

জানা গেছে, জেলার খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এই কাজ করবেন জেলাশাসকরা। এদিন দুয়ারে রেশন এবং স্বনির্ভর গোষ্ঠীর ‘‌মাতৃবন্দনা’‌ কর্মসূচি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। ভার্চুয়াল এই বৈঠকে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব ও আধিকারিকরাও।

জেলাশাসকদের মুখ্যসচিব নির্দেশ দেন, বিভিন্ন সমস্যার কারণে এখনও যে সব গ্রাহকদের আধারকার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা হয়নি তাঁদের দ্রুত চিহ্নিত করতে হবে। তাঁদের ব্যাঙ্ক, পোষ্ট অফিস সহ অন্য যে কোনও আধার সেবাকেন্দ্রে নিয়ে গিয়ে লিঙ্ক করিয়ে দিতে হবে।

কোভিডের পর নতুন চিন্তা সাইটোমেগালো ভাইরাস

রেশনকার্ডের সঙ্গে আধার লিঙ্কের লক্ষ্যমাত্রা প্রতিদিন ১০ লক্ষ্যে নিয়ে যেতে হবে। এখন রোড সাড়ে সাত লক্ষ্য রেশনকার্ডের লিঙ্ক করানো হচ্ছে। অগাস্টে দুয়ারে রেশন চালু করতে চায় রাজ্য সরকার। তার আগেই এই কর্মসূচি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত সাড়ে চার কোটি গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে খাদ্য সাথী অ্যাপে নাম নথিভুক্ত করা গেছে। অগাস্টের মধ্যেই ১০ কোটি গ্রাহকের নাম নথিভুক্ত করতে হবে।

সম্পর্কিত পোস্ট