COVID-19 চিকিৎসা বা টিকাকরণে বাধ্যতামূলক নয় আধার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আর বাধ্যতামূলক নয় আধার কার্ড। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আধার কার্ড না থাকার জন্য কাউকে ভ্যাকসিন,ওষুধ, হাসপাতালে ভর্তি হওয়া বা চিকিৎসা পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ক্রমশই উদ্বেগ তৈরি করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের তরফে আগে জানানো হয়েছিল করোনা পরীক্ষা এবং টিকা নেওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। এমনকি হাসপাতালে ভর্তি করতে গেলেও আধার কার্ড দেখাতে হত। এক্ষেত্রে সমস্যার পড়তেন অনেকেই।

উদ্বেগজনক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বিবৃতি দিয়ে স্পষ্ট বলা হয়েছে আধারের ক্ষেত্রে, এক্সেপশন হান্ডলিং মেকানিজম রয়েছে ও 12 সংখ্যার বায়োমেট্রিক পরিচয়পত্র না থাকলে প্রয়োজনীয় পরিষেবা ক্ষেত্রে তা অনুসরণ করতে হবে।

মমতার সেনাপতিঃ মন্ত্রীসভায় প্রথমবার অখিল গিরি

যদি কোনো নাগরিকের আধার কার্ড কোন কারনে না থাকে তবে সেই নাগরিককে কোনরকম জরুরী পরিষেবা দিতে অস্বীকার করা যাবে না। শুধু তাই নয় কোনো কারণে আধার অনলাইন ভেরিফিকেশন সম্ভব না হলে সংশ্লিষ্ট সংস্থাকে 2016 আধার আইনের নিয়ম অনুযায়ী পরিষেবা দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।

কোন ক্ষেত্রে জরুরী পরিষেবা এবং সুবিধা থেকে কোনো নাগরিক বঞ্চিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে আধার প্রদানকারী সংস্থা।

উল্লেখ্য, বেসামাল এই পরিস্থিতিতে দেশ জুড়ে শুধুই হাহাকারের চিত্র উঠে আসছে। অক্সিজেনের অভাব। নেই বেড। নেই ভ্যাকসিন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই চিকিৎসা ক্ষেত্রে বিড়ম্বনার মুখে পড়েছিলেন আধার কার্ডের সমস্যা নিয়ে।

ভ্যাকসিন নিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল অনেককেই। প্রতিকূল পরিস্থিতিতে এই খবর বারবার উঠে এসেছে সংবাদমাধ্যমের পর্দায়। এমত অবস্থায় আধার কার্ডের অভাবে কোন মানুষের জরুরী পরিষেবা যাতে কোনভাবে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতেই আধার কর্তৃপক্ষ এই বিবৃতি দিয়েছে বলেই মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট