অঙ্কিত শর্মার খুনের ঘটনায় অভিযুক্ত তাহির হোসেনকে সাসপেন্ড করল আম আদমি পার্টি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একটানা তিন দিন ধরে চলা উত্তর-পুর্ব দিল্লির হিংসার ঘটনায় বলি হন বছর ২৬ এর আইবি কর্মী অঙ্কিত শর্মা। মঙ্গলবার আপ নেতা তাহির হোসেনের বাড়ির সামনে নর্দমা থেকে উদ্ধার হয় অঙ্কিতের দেহ। প্রায় ৪ ঘন্টা ধরে ৪০০ এর বেশী কোপে ক্ষতবিক্ষত হয় অঙ্কিতের দেহ। ঘটনায় অভিযুক্ত হিসাবে উঠে আসে আপ নেতা তাহির হোসেনের নাম। এরপরেই তাঁকে আম আদমি পার্টির তরফ থেকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই আপ নেতা তাহিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করে। ভিডিওতে দেখা যায় তাহিরের বাড়ির ছাদ থেকে পাথর ছোঁড়া হচ্ছে। ভিডিওতে মুখ ঢেকে তাহিরকেও পাথর ছুঁড়তে দেখা যায়। যদিও ২৪ ফেব্রুয়ারির পর থেকে ওই বাড়িতে ছিল না বলে দাবী করে তাহির।

আরও পড়ুনঃ অবিলম্বে ইস্তফা দিন অমিত শাহ, সাংবাদিক সম্মেলনে দাবি সনিয়া গান্ধীর

মঙ্গলবার জাফরাবাদে তাহিরের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় অঙ্কিতের মৃতদেহ। বাড়ি ফেরার পথে অঙ্কিতের উপর উত্তেজিত জনতা হামলা চালায়। ঘটনার পিছনে তাহিরের মদত রয়েছে বলে দাবী অঙ্কিতের পরিবারের। অঙ্কিতের বাবা জানিয়েছেন, তাহির খানের মদতেই অঙ্কিতের উপর হামলা চালানো হয়। এমনকি অঙ্কিতের দেহে গুলি চালানোর অভিযোগ তোলেন তাঁর বাবা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাহির এবং অন্যান্য অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুন এবং সংঘর্ষের অভিযোগ দায়ের করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেন তাহির। তাঁর দাবী ঘটনায় তিনি নিজেই আক্রান্ত হন।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে তাহির হোসেন দাবী করেন, আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। কপিল মিশের উস্কানিমূলক মন্তব্যের কারণেই এই গণ্ডগোল শুরু হয়েছে। তিনি আরও বলেন, “বুধবার হঠাৎই আমার বাড়ির দরজা ভেঙে কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ভিতরে প্রবেশ করে। সোজা ছাদে উঠে যায় তাঁরা। তখনই আমি পুলিশকে জানাই। পুলিশ এসে ভিড় নামিয়ে দেয়। আমার বাড়ির বাইরে পুলিশকে পাহাড়া বসানোর কথা জানাই। কিন্তু তা দেওয়া হয়নি। পুলিশ চলে যেতেই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। যে ঘটনা ঘটেছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি সব সময় হিন্দু-মুসলিমের একতার জন্য কাজ করেছি”।

আরও পড়ুনঃ দিল্লি দাঙ্গা : বিজেপির তিন নেতার বিরুদ্ধে এফআইআর-এর সিদ্ধান্ত কালই নিতে হবে পুলিশকে, নির্দেশ দিল্লি হাইকোর্টের

এর আগে অঙ্কিত শর্মার মৃত্যুকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিকে তোপ দাগেন বিজেপি নেতা কপিল মিশ্র। কেজরিওয়াল এবং তাহিরের ফোন কল যাচাই করলেই অঙ্কিতের খুনের করা সম্ভব বলে দাবী করেন তিনি।

পাল্টা মুখ্যমন্ত্রী জানান, হিংসার ঘটনায় জড়িত সকলের শাস্তি পাওয়া দরকার। রাজনৈতিক দল উপেক্ষা করে দোষীদের শাস্তি দাবী করেন তিনি। পাল্টা হিংসার ঘটনার পিছনে আম আদমি পার্টির কোনও সদস্যের নাম জড়িত থাকলে তাঁর দ্বিগুণ শাস্তির দাবী করেন তিনি।

সম্পর্কিত পোস্ট