বন্‌‌ধের দিন সকালেই গৃহবন্দী কেজরিওয়াল!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার সিঙ্ঘু বর্ডারে কৃষকদের সঙ্গে দেখা করতে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির বেশ কিছু বিধায়করা।

আর মঙ্গলবার কৃষকদের ডাকা দেশব্যাপী বনধের সকালেই গৃহবন্দী করা হল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এমনটাই অভিযোগ এনে টুইট করা হয়েছে আম আদমি পার্টির তরফে।

আম আদমি পার্টির তরফে অভিযোগে বলা হয়েছে, কেন্দ্রের আনা কৃষক আইনের বিরোধিতায় সরব হয়েহেন কেজরিওয়াল। তাই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের দিল্লি পুলিশ।

 

আপের তরফে টুইটারে বলে হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই এই কাজ করেছে দিল্লি পুলিশ। মুখ্যমন্ত্রী বাসভবনে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি কাউকে বের হতে দিচ্ছে না পুলিশ।

এক আপ নেতার জানিয়েছেন, এদিন সমস্ত বৈঠক বাতিল করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলন মাঝেই দেশজুড়ে বন্‌ধের প্রভাব

পাল্টা দিল্লি উত্তরের ডেপুটি কমিশনার অ্যান্টো আলফোনসে গোটা অভিযোগকে মিথ্যা বঙ্গ ভিত্তিহীন বলে দাবী করেছেন । তিনি বলেন, সমস্ত কিছু স্বভাবিক রয়েছে। গতকাল রাত ৮ টা নাগাদ মুখ্যমন্ত্রী নিজের বাসভবন থেকে বের হন। আবার ১০ টার সময় থেকে ফিরে আসেন।

 

বিগত ১৩ দিন ধরে দিল্লি বর্ডারে আন্দোলন শুরু করেছেন পাঞ্জাব, হরিয়ানা সহ দেশের লক্ষাধিক কৃষক। সোমবার সিঙ্ঘু বর্ডারে তাঁদের সঙ্গে দেখা করতে যান দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি বলেন তিনি মুখ্যমন্ত্রী নন, একজন সেবক হুসাবে দেখা করতে এসেছেন।

এরপরেই কেন্দ্রের রোষের মুখে পড়তে হয় তাঁকে। নতুন আইন চালু করার পরেই তা কার্যকরী করতে বিজ্ঞপ্তি জারি করেছিল কেজরিওয়াল। কিন্তু এখন তিনিই অন্য সুরে কথা বলছেন।

সম্পর্কিত পোস্ট